For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যের তেজে ধ্বংস হবে পৃথিবী! গোটা গ্রহকে গিলে খেতে পারে আগুনে গিরিখাত

সূর্য দিনে দিনে ক্রুদ্ধ হয়ে উঠছে। সৌর-পৃষ্ঠের আগুনের গিরিখাত ক্রমেই উন্মুক্ত হচ্ছে। সেই আগুন গিরিখাত গিলে খেতে পারে পৃথিবীর মতো গ্রহকেও।

Google Oneindia Bengali News

সূর্য দিনে দিনে ক্রুদ্ধ হয়ে উঠছে। সৌর-পৃষ্ঠের আগুনের গিরিখাত ক্রমেই উন্মুক্ত হচ্ছে। সেই আগুন গিরিখাত গিলে খেতে পারে পৃথিবীর মতো গ্রহকেও। স্পেস ওয়েদার ডট কম-এর মতে সৌর ক্রিয়াকলাপের ফলে ফিলামেন্টটি অস্থির হয়ে ওঠে এবং এর ধ্বংসাবশেষ সূর্যের বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিস্ফোরিত হয়ে আগুনের গিরিখাত তৈরি করে।

সূর্যের আগুনে গিরিখাত পৃথিবীকে গ্রাস করবে

সূর্যের আগুনে গিরিখাত পৃথিবীকে গ্রাস করবে

আরও জানা গিয়েছে, সূর্যের উপরে ওই আগুনের গিরিখাতের দেওয়ালগুলি প্রায় ২০ হাজার কিলোমিটার উচ্চতায় প্রসারিত এবং প্রায় পাঁচ গুণ লম্বা। ওই গিরিখাত পৃথিবীকে গ্রাস করার পক্ষে যথেষ্ট। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, বিস্ফোরণস্থল থেকে একটি করোনা মাস ইজেকশন বা সিএমই নির্গত হচ্ছে।

সূর্যের উপর আগুনের ক্যানিয়ন তৈরি

সূর্যের উপর আগুনের ক্যানিয়ন তৈরি

করোনার মাস ইজেকশন বা সিএমই সূর্যের পৃষ্ঠ থেকে সবথেকে বড়ো অগ্ন্যুৎপাতের মধ্যে একটি যা মহাকাশে প্রতি ঘণ্টায় কয়েক মিলিয়ন মাইল বেগে এক বিলিয়ন টন পদার্থ ধারণ করতে পারে। ফলে সূর্যের উপর আগুনের ক্যানিয়ন তৈরি হয়। এই সৌর উপাদানটি আন্তঃগ্রহের মাধ্যমে প্রবাহিত হয়। এটি যে কোনও গ্রহ বা মহাকাশযানকে আকর্ষণ করতে পারে।

পৃথিবীর উপর দিয়ে প্রবাহিত সৌর ঝড়

পৃথিবীর উপর দিয়ে প্রবাহিত সৌর ঝড়

সূর্যের ওই সিএমই সৌর ঝড়ে রূপে প্রবাহিত হয় সৌর জগতে। ফলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীর উপর দিয়ে প্রবাহিত হয়। যখন এই ঘটনা ঘটে, আমাদের গ্রহের ইলেকট্রনিক্স বস্তু ও ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে এবং তা ক্ষতিগ্রস্থও হয়। পৃথিবীতে ব্যাহত হয় রেডিও যোগাযোগ নেটওয়ার্ক। এবং একাধিক রেডিও ব্ল্যাক-আউট সোলার প্লেয়ার পৃথিবীতে আঘাত হানে।

সূর্যের সিএমইতে পৃথিবীতে তৈরি উজ্জ্বল অরোরা

সূর্যের সিএমইতে পৃথিবীতে তৈরি উজ্জ্বল অরোরা

সূর্যের সিএমই পৃথিবীতে প্রবাহিত হয়ে উজ্জ্বল অরোরা তৈরি করে। তার প্রথম প্রভাব যদিও দুর্বল ছিল, কিন্তু দ্বিতীয়টি কিছুটা বেশি ছিল। তাদের সম্মিলিত প্রভাবে মঙ্গলবার ছোটো জি-ওয়ান শ্রেণির একটি ভূ-চৌম্বকীয় ঝড় বয়ে যায়। ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্ঠামোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে মহাকাশ আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, একাধিক এম-শ্রেণির সৌর শিখা পৃথিবীরে আঘাত করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও দ৭িণ আমেরিকার কিছু অংশে একাধিক রেডিও ব্ল্যাক-আউট হয়েছে।

সূর্যে বারবার বিস্ফোরণ, প্রভাব পৃথিবীতে

সূর্যে বারবার বিস্ফোরণ, প্রভাব পৃথিবীতে

সৌর শিখা হল সূর্য থেকে আসা বিকিরণের তীব্র বিস্ফোরণ, যা আলোর উজ্জ্বল ঝলক হিসেবে দেখা যায়। এই ঘটনাগুলির কিছু প্রভাব পৃথিবীতে পড়ে নানাভাবে। সূর্যে গত সপ্তাহে ১৬টি করোনাল ভর ইজেকশন দেখা দিয়েছিল, ৬টি সোলার ফ্লেয়ার এবং ১২টি সানস্পট তৈরি হয়েছে ওই সৌর ঝড়ের ফলে। আর সূর্যে বারবার বিস্ফোরণে তৈরি হচ্ছে আগুনে গিরিখাত। ক্রমেই রুক্ষ্ম হয়ে উঠছে সূর্য।

English summary
A canyon of fire in the Sun is enough to swallow the Earth now observed by Astronomers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X