For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ হাজার বছর পরে ধেয়ে আসছে বিরাট ধূমকেতু, খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে

৫০ হাজার বছর পরে ধেয়ে আসছে বিরাট ধূমকেতু, খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে

Google Oneindia Bengali News

৫০ হাজার বছর পরে ধেয়ে আসছে এক বিরাট ধূমকেতু। যে ধূমকেতু এবার খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে। সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা দিয়েছেন ৫০ হাজার বছর আগে বিশালাকার ধূমকেতুর পুনরাগমনের কথা। এই ধূমকেতু খুব শীঘ্রই ধেয়ে যবে পৃথিবীর পাশ দিয়ে।

৫০ হাজার বছর পর ফিরে আসছে ধূমকেতু

৫০ হাজার বছর পর ফিরে আসছে ধূমকেতু

এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে 'সি/২০২২ ই৩ (জেডটিএফ), উইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটির'। এটিকে পৃথিবীর কাছে দেখা যাবে। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ধূমকেতুটি। অন্ধকার রাতের আকাশে খালি চোখে দৃশ্যমান হতে পারে এটি। ৫০ হাজার বছর পর প্রথমবারের মতো আগামী সপ্তাহে পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে।

ধূমকেতুটি আবিষ্কারের পর থেকে যথেষ্ট উজ্জ্বল

ধূমকেতুটি আবিষ্কারের পর থেকে যথেষ্ট উজ্জ্বল

এই ধূমকেতু ২০২২ সালের মার্চ মাসে ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা ব্যবহার করে প্রথম দেখা গিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে ধূমকেতুটি এবার পৃথিবীর কাছে আসছে। ধূমকেতুটি আবিষ্কারের পর থেকে যথেষ্ট উজ্জ্বল হয়েছে। তবে টেলিস্কোপ ছাড়া দেখতে এখনও খুব ম্লান। নাসা গত মাসের শেষের দিকে তা বলেছিল।

দৃশ্যমান হতে পারে অন্ধকার রাতের আকাশে

দৃশ্যমান হতে পারে অন্ধকার রাতের আকাশে

ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সবথেকে কাছে আসবে। এরপর ১ ফেব্রুয়ারি পৃথিবীর সবথেকে কাছাকাছি আসবে। যদিও ধূমকেতুর উজ্জ্বলতা অস্পষ্ট। নাসা বলছে, যতদিন যাবে তা স্পষ্ট হবে। এবং তা খালি চোখে দৃশ্যমান হতে পারে অন্ধকার রাতের আকাশে।

ধূমকেতুটি সূক্ষ্ম টেলিস্কোপিক চিত্র ধরা পড়েছে

ধূমকেতুটি সূক্ষ্ম টেলিস্কোপিক চিত্র ধরা পড়েছে

শহরের আলো বা চাঁদের আলো থাকলে তা সুস্পষ্ট হবে না। আলোর আকাশের দৃশ্যমানতায় ওই ধূমকেতু স্পষ্টভাবে দেখা যাবে না। অস্পষ্ট লাগবে। বরফ ও ধুলো দিয়ে তৈরি ধূমকেতুটির একটি সূক্ষ্ম টেলিস্কোপিক চিত্র ধরা পড়েছে। সেখানে উজ্জ্বল দেখাচ্ছে একটি সবুজ রেখা। এই ধূমকেতুর ব্যস প্রায় এক কিলোমিটার। প্যারিস অবজার্ভেটরিতে জ্যোতির্পদার্থবিদকে উদ্ধৃত করে এই কথা জানানো হয়েছে সংবাদ সংস্থার তরফে।

প্রথমবারের মতো পৃথিবীর পাশ দিয়ে ছুটবে

প্রথমবারের মতো পৃথিবীর পাশ দিয়ে ছুটবে

ধূমকেতু 'সি/২০২২ ই৩ (জেডটিএফ), উইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটির' আকার শেষ যে ধূমকেতুটি ২০২০ সালের মার্চ মাসে পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিল, তার থেকে উল্লেখযোগ্যভাবে ছোটো। যদিও ধূমকেতুটি প্রায় ৫০ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর পাশ দিয়ে ছুটবে।

সৌরজগৎ থেকে পাকাপাকিভাবে নির্গত হবে

সৌরজগৎ থেকে পাকাপাকিভাবে নির্গত হবে

ক্যালিফোর্নিার ইনস্টিটিউট অফ টেকনোলজির পদার্থবিজ্ঞানের অধ্যাপক টমাস প্রিন্স বলেন, ধূমকেতুটি পরবর্তী সৌরজগতে পৌঁছতে আরও ৫০ হাজার বছর সময় লাগবে। প্যারিস অবজার্ভেটরিতে জ্যোতিপদার্থবিদ নিকোলাস বিভার অবশ্য বলেন, ধূমকেতুটি এবার সৌরজগৎ থেকে পাকাপাকিভাবে নির্গত হবে। ধূমকেতুটি এখন উন্মুক্ত প্যারাবোলিক কক্ষপথে ভ্রমণ করছে। ফলে এটি আর কখনও ফিরে আসবে না, গভীর মহাকাশে চলে যাবে।

নাসার পুরনো উপগ্রহটি মহাশূন্য থেকে আছড়ে পড়বে! শেষ ৩৮ বছরের মহাকাশ-যাত্রানাসার পুরনো উপগ্রহটি মহাশূন্য থেকে আছড়ে পড়বে! শেষ ৩৮ বছরের মহাকাশ-যাত্রা

English summary
50 thousand year comet return in solar system near of Earth that may be visible to naked eye
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X