For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু রাষ্ট্রপতি নির্বাচন, কোন হিসেবে ভারতে এই ভোট গণনা হয়

শুরু রাষ্ট্রপতি নির্বাচন, কোন হিসেবে ভারতে এই ভোট গনণা হয়

Google Oneindia Bengali News

সোমবার দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে। এনডিএ-এর প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধীদলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাঁদের বিধায়ক ও সাংসদ নির্বাচিত করেন। দেশের বিভিন্ন রাজ্যের বিধায়কদের সঙ্গে কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরির বিধায়করা এই নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচিত বিধায়ক ও সাংসদরা ভোট দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করেন। অত্যন্ত জটিল প্রক্রিয়ার মাধ্যমে দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয়।

কীভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়

কীভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়

সাংসদ ও বিধায়কদের মোট কত ভোটের মধ্যে রাষ্ট্রপতি পদপ্রার্থীরা কত ভোট পাচ্ছেন, তার ওপর নির্ভর করে রাষ্ট্রপতি নির্বাচিত হয় না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিধায়ক ও সাংসদদের একটি মূল্য নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিটি রাজ্যের বিধায়কদের মূল্য আলাদা। কিন্তু প্রতিটি সাংসদের মূল্য এক। সমস্ত রাজ্যের বিধায়কদের ভোটের মোট মূল্য ৫,৪৩,২৩১। অন্যদিকে, সাংসদদের ভোটের মোট মূল্য ৫,৪৩,২০০।

বিধায়কদের ভোটের মূল্য নির্ধারণ

বিধায়কদের ভোটের মূল্য নির্ধারণ

একটি জটিল অঙ্কের হিসেবে দেশের প্রতিটি রাজ্যের বিধায়কদের মূল্য নির্ধারিত করা হয়। বিধায়কদের মূল্য রাজ্যের মোট জনসংখ্যার ওপর নির্ভর করে। প্রথমে বিধানসভার আসনের সঙ্গে ১০০০ গুন করতে হয়। এরপর রাজ্যের মোট সংখ্যা দিয়ে তা ভাগ করতে হয়। যা ভাগফল বের হবে, তাই হবে সেই রাজ্যের বিধায়কের ভোটের মূল্য। উদাহরণ হিসেবে বলতে গেলে, ধরা যাক কর্ণাটকের একজন বিধায়কের ভোটের মূল্য কত তা নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে কর্ণাটকের বিধানসভার আসন সংখ্যা ২২৪। জনসীমাক্ষার হিসেবে কর্ণাটকের জনসংখ্যা ২৯,২৯৯৯,০১৪। কর্ণাটকের বিধায়কের ভোটের মূল্য = কর্ণাটকের মোট জনসংখ্যা বিভক্ত (বিধানসভার মোট আসন x১০০০)। কর্ণাটকের প্রতিটি বিধায়কের ভোটের মূল্য ১৩০.৭। কিন্তু এক্ষেত্রে পূর্ণ সংখ্যা ব্যবহার করা হবে। সেক্ষেত্রে কর্ণাটকের একজন বিধায়কের মূল্য দাঁড়াবে ১৩১। এই হিসেবে উত্তরপ্রদেশের বিধায়কদের ভোটের মূল্য সব থেকে বেশি। সিকিমের বিধায়কদের ভোটের মূল্য সব থেকে কম।

বিধায়ক ও সাংসদদের মোট ভোটের মূল্য

বিধায়ক ও সাংসদদের মোট ভোটের মূল্য

৫৪৩ জন লোকসভার সাংসদ ও ২৩৩ জন রাজ্যসভার সাংসদ এবং দেশের মোট ৪,৮০৯ জন বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের মোট ভোটের মূল্য সাংসদদের ভোটের মোট মূল্য ৫,৪৩,২০০। বিধায়কদের মোট ভোটের মূল্য ৫,৪৩,২৩১। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের মূল্য ১০,৮৬,৪৩১। নির্বাচিত রাষ্ট্রপতিকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।

দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য নয়

দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য নয়

রাষ্ট্রপতি নির্বাচনে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হয় না। সেক্ষেত্রে দলের নির্দেশ অমান্য করে সাংসদ বা বিধায়করা পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট দিতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচনে সমস্যা দেখা দিলে সুপ্রিম কোর্টে তার সমাধান সম্ভব। রাষ্ট্রপতি নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Presidential election 2022: ৭ বিজেপি বিধায়ক ক্রস ভোটিং করেছেন, দাবি তৃণমূল নেতারPresidential election 2022: ৭ বিজেপি বিধায়ক ক্রস ভোটিং করেছেন, দাবি তৃণমূল নেতার

English summary
Presidential election begin How the President of India elected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X