হোম
 » 
সীতারাম ইয়েচুরি

সীতারাম ইয়েচুরি

সীতারাম ইয়েচুরি

সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি ভারতের একজন অন্যতম দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আমাদের দেশের গণতন্ত্রের প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এবং নিজস্ব চিন্তাভাবনার প্রমাণ রেখেছেন। তিনি জরুরি অবস্থা চলাকালীন ছাত্রদের প্রতিবাদ আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে এক বছরে তিনবার জেএনইউ-এর ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলেন (১৯৭৭-৭৮)। ২০১৫ সালের ১৯ এপ্রিল তিনি সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ইয়েচুরি ভারতেক কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) পলিটব্যুরো সদস্য।. .

সীতারাম ইয়েচুরি জীবনি

সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি ভারতের একজন অন্যতম দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আমাদের দেশের গণতন্ত্রের প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এবং নিজস্ব চিন্তাভাবনার প্রমাণ রেখেছেন। তিনি জরুরি অবস্থা চলাকালীন ছাত্রদের প্রতিবাদ আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে এক বছরে তিনবার জেএনইউ-এর ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলেন (১৯৭৭-৭৮)। ২০১৫ সালের ১৯ এপ্রিল তিনি সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ইয়েচুরি ভারতেক কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) পলিটব্যুরো সদস্য।

আরও পড়ুন
By Briti Roy Updated: Thursday, May 30, 2019, 02:00:57 PM [IST]

সীতারাম ইয়েচুরি ব্যক্তিগত জীবন

পুরো নাম সীতারাম ইয়েচুরি
জন্ম-তারিখ 12 Aug 1952 (বয়স 71)
জন্মস্থান চেন্নাই (তামিলনাড়ু)
রাজনৈতিক দলের নাম Communist Party Of India (marxist)
শিক্ষা
পেশা রাজনীতিবিদ ও সমাজকর্মী, অর্থনীতিবিদ এবং কলামনিস্ট / লেখক
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী এস এস ইয়েচুরি
মাতৃ পরিচয় শ্রীমতী কালপাকাম ইয়েচুরি

সীতারাম ইয়েচুরি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য: ₹1 CRORE
সম্পদ:₹1 CRORE
দায়বদ্ধতা: N/A

সীতারাম ইয়েচুরি সম্পর্কে বিশেষ তথ্য

ভারতের ছাত্র ফেডারেশনের তিনিই প্রথম সভাপতি যিনি কেরল অথবা বাংলা থেকে আসেননি। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের রেসিডেন্ট এডিটর সীমা চিস্তিকে বিয়ে করেন।

সীতারাম ইয়েচুরি রাজনৈতিক টাইমলাইন

2018
  • ২২তম পার্টি কংগ্রেসে তিনি পুনরায় সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক নিযুক্ত হন, ২০১৮ সালের ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত হায়দরাবাদ শহরে অনুষ্ঠিত হয় এই দলীয় কংগ্রেস।
2015
  • ২০১৫ সালের ১৯ এপ্রিল বিশাখাপত্তনম শহরে ২১তম পার্টি কংগ্রেসে ইয়েচুরি সিপিআই(এম)-এর পঞ্চম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
2012
  • কৃষি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান।
2011
  • রাজ্যসভায় পুনরায় নির্বাচিত।
2010
  • ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সদস্য।
2009
  • সংসদ ভবন চত্বরে জাতীয় নেতা এবং সাংসদদের প্রতিকৃতি / মূর্তি স্থাপন সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির সদস্য, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য।
2006
  • বিজনেস অ্যাডভাইসরি কমিটির সদস্য।
2006
  • এথিক্স কমিটির সদস্য।
2006
  • জনসংখ্যা এবং জনস্বাস্থ্য সংক্রান্ত সংসদীয় ফোরামের সদস্য।
2006
  • জেনারেল পারপস কমিটির সদস্য।
2006
  • পরিবহন, পর্যটন এবং সংস্কৃতি কমিটির চেয়ারম্যান।
2005
  • স্বরাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য।
2005
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
1992
  • পলিটব্যুরো-তে নির্বাচিত হন ইয়েচুরি – কমিউনিস্ট পার্টির নীতিনির্ধারক কমিটি- দলের চোদ্দতম কংগ্রেসে।
1984
  • তিনি সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন।
1978
  • তিনি এসএফআই-এর অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হন এবং এসএফআই-এর সর্বভারতীয় সভাপতি হন।
1975
  • তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-তে যোগ দেন।
1974
  • ইয়েচুরি স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ায় (এসএফআই) যোগ দেন।

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X