মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে | Why people should start SIP in Mutual Fund and reasons behind it - Oneindia Bengali/photos/why-people-should-start-sip-in-mutual-fund-reasons-behind-it-oi77706.html
মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ খুবই অল্প, দরকার ৫০০ টাকা। বিনিয়োগের ক্ষেত্রে সস্তা এবং ভাল। নিয়মিত উপার্জন থাকলে এবং বয়স কম বলে এসআইপির মাধ্যমে বিনিয়োগ একটি স্মার্ট উপায়।
মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ খুবই অল্প, দরকার ৫০০ টাকা। বিনিয়োগের ক্ষেত্রে সস্তা...
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/why-people-should-start-sip-in-mutual-fund-reasons-behind-it-oi77706.html#photos-1
এসআইপির মাধ্যমে সুশৃঙ্খল বিনিয়োগ করা যায়। অনেক বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেন। কিন্তু তা সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সেইসব বিনিয়োগ অনেক ক্ষেত্রেই ব্যর্থতা বয়ে আনে। আর্থিক লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত বিনিয়োগ জরুরি। যা এসআইপি দিতে পারে। কারণ মাসে মাসে স্বল্প বিনিয়োগে অসুবিধাও কম হয়।
এসআইপির মাধ্যমে সুশৃঙ্খল বিনিয়োগ করা যায়। অনেক বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ শুরু...
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/why-people-should-start-sip-in-mutual-fund-reasons-behind-it-oi77706.html#photos-2
এসআইপির ওপরে নিয়ন্ত্রণ থাকে গ্রাহকের। ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ ছাড়াও কোনও গ্রাহক চাইলে তা বাড়াতেও পারেন। কিন্তু পছন্দ অনুযায়ী নতুন একটি জায়গায় বিনিয়োগ শুরু করতে পারেন। প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ বাড়ানো-কমানো যায়।
এসআইপির ওপরে নিয়ন্ত্রণ থাকে গ্রাহকের। ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ ছাড়াও কোনও গ্রাহক চাইলে...
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/why-people-should-start-sip-in-mutual-fund-reasons-behind-it-oi77706.html#photos-3
এসআইপি কেনার সময় মিউচুয়াল ফান্ড ইউনিটের খরচ কমাতে সাহায্য করে। যেসময় বাজার পড়ে যায়, সেই সময় নেট অ্যাসেট ভ্যালুও কমে যায়। আবার বাজার বেড়ে গেলে এনএভিও বেড়ে যায়। দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করলে কোনও না কোনও সময় বিনিয়োগ তুলনায় সস্তা থাকে।
এসআইপি কেনার সময় মিউচুয়াল ফান্ড ইউনিটের খরচ কমাতে সাহায্য করে। যেসময় বাজার পড়ে যায়, সেই সময়...
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/why-people-should-start-sip-in-mutual-fund-reasons-behind-it-oi77706.html#photos-4
এসআইপির মাধ্যমে মাসিক ভিত্তিতে সঞ্চয় করা যায়। কেউ যদি পরিমিত পরিমাণ সঞ্চয় করবেন বলে ঠিক করেন, সেক্ষেত্রে এসআইপিই ভাল উপায়। একবার বিনিয়োগ শুরু হয়ে গেলে এসআইপির তারিখও পরিবর্তন করা যায়।
এসআইপির মাধ্যমে মাসিক ভিত্তিতে সঞ্চয় করা যায়। কেউ যদি পরিমিত পরিমাণ সঞ্চয় করবেন বলে ঠিক...
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/why-people-should-start-sip-in-mutual-fund-reasons-behind-it-oi77706.html#photos-5
এই বিনিয়োগে বাজারে অস্থিরতা তৈরি হলেও তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোনও মাসে কিছু ক্ষতি হলে, পরের মাসে পূর্ব নির্ধারিত বিনিয়োগে একটা গড় হয়ে যায়। অর্থাৎ বাজার পড়ে গেলে পোর্টফোলিওতে যেমন বেশি ইউনিট যোগ হবে, আর বাজার ওপরে উঠলে পোর্টফোলিওতে কম ইউনিট যোগ হবে। দুটো মিলিয়ে একটা গড় হয়ে যাবে।
এই বিনিয়োগে বাজারে অস্থিরতা তৈরি হলেও তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোনও মাসে কিছু ক্ষতি...