bredcrumb

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে

By Dibyendu Saha
| Published: Friday, March 25, 2022, 19:43 [IST]
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
1/10
মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ খুবই অল্প, দরকার ৫০০ টাকা। বিনিয়োগের ক্ষেত্রে সস্তা এবং ভাল।  নিয়মিত উপার্জন থাকলে  এবং বয়স কম বলে এসআইপির মাধ্যমে বিনিয়োগ একটি স্মার্ট উপায়।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
2/10
এসআইপির মাধ্যমে সুশৃঙ্খল বিনিয়োগ করা যায়।  অনেক বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেন। কিন্তু তা সামঞ্জস্যপূর্ণ না হওয়ায়  সেইসব বিনিয়োগ অনেক ক্ষেত্রেই ব্যর্থতা বয়ে আনে। 
 আর্থিক লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত বিনিয়োগ জরুরি।  যা এসআইপি দিতে পারে।  কারণ মাসে মাসে স্বল্প বিনিয়োগে  অসুবিধাও কম হয়। 
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
3/10

এসআইপির ওপরে নিয়ন্ত্রণ থাকে গ্রাহকের।  ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ ছাড়াও কোনও গ্রাহক চাইলে তা বাড়াতেও পারেন।  কিন্তু পছন্দ অনুযায়ী নতুন একটি জায়গায় বিনিয়োগ শুরু করতে পারেন।  প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ বাড়ানো-কমানো যায়। 
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
4/10
এসআইপি কেনার সময় মিউচুয়াল ফান্ড  ইউনিটের খরচ কমাতে সাহায্য করে।  যেসময় বাজার পড়ে যায়, সেই সময় নেট অ্যাসেট ভ্যালুও কমে যায়।  আবার বাজার বেড়ে গেলে এনএভিও বেড়ে যায়।  দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করলে  কোনও না কোনও সময় বিনিয়োগ তুলনায় সস্তা থাকে। 
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
5/10
এসআইপির মাধ্যমে মাসিক ভিত্তিতে সঞ্চয় করা যায়।  কেউ যদি পরিমিত পরিমাণ সঞ্চয় করবেন বলে ঠিক করেন,  সেক্ষেত্রে এসআইপিই  ভাল উপায়। একবার বিনিয়োগ শুরু হয়ে গেলে এসআইপির তারিখও পরিবর্তন করা যায়। 

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
6/10
এই বিনিয়োগে বাজারে অস্থিরতা  তৈরি হলেও তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।  কোনও মাসে কিছু ক্ষতি হলে, পরের মাসে পূর্ব নির্ধারিত বিনিয়োগে একটা গড় হয়ে যায়।  অর্থাৎ বাজার  পড়ে গেলে পোর্টফোলিওতে যেমন বেশি ইউনিট যোগ হবে, আর বাজার ওপরে উঠলে পোর্টফোলিওতে কম ইউনিট যোগ হবে। দুটো মিলিয়ে একটা গড় হয়ে যাবে। 
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
7/10
এসআইপি বন্ধ করে দেওয়া যেতে পারে আবার বাদ দেওয়াও যেতে পারে।  কোনও অসুবিধা বলে এসআইপি এড়িয়ে যাওয়ার উপায় আছে গ্রাহকের কাছে। 
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
8/10
বড় সুবিধা হল  বাজার এসআইপি দ্বারা নির্ধারিত হয় না।  পরিষ্কার করে বলতে গেলে এসআইপির জন্য কোনও ধরনের  বাজারের সময় প্রয়োজন হয় না।  তবে পূর্ব নির্ধারিত বিনিয়োগ করতে হবে। বাজার নিচে থাকলে বেশি ইউনিট আসবে আর বাজার ওপরে থাকলে কম ইউনিট আসবে। 

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কেন বাছবেন এসআইপি, কীভাবে উপকৃত হতে পারেন, একনজরে
9/10
এসআইপির মাধ্যমে  বিনিয়োগে বৈচিত্র আনা যায়।  অল্প বিনিয়োহ করলেও,  এসআইপি বৈচিত্রের সুবিধা পেতে সাহায্য করে। 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X