bredcrumb

নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি

By Autri
| Published: Friday, February 4, 2022, 16:28 [IST]
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
1/12
আমাজন নদীর প্রায় ১৩ হাজার ফুট গভীরে বয়ে চলেছে হামজা নদী। আকার প্রায় আমাজন নদীর মতোই। 
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
2/12
আমাজনের দৈর্ঘ্য ৬৭০০ কিলোমিটার। আর তাঁর ভিতরে যে নদী বহমান সেই রিও হামজা নদীর দৈর্ঘ্য প্রায় ৬৫০০ কিলোমিটার। 
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
3/12
আমাজন ও হামজা নদী পশ্চিম থেকে পূবে সাড়ে ৬ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত। 
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
4/12
আমাজন নদী প্রস্থে ১ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর হামজা নদী ২০০ কিমি থেকে ৪০০ কিমি পর্যন্ত বিস্তৃত। 
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
5/12
হামজা নদীর জল লবণাক্ত এবং সমুদ্রের মতো। আর জলের স্রোত সেকেন্ডে মাত্র ১ মিলিমিটার। সেখানে অ্যামাজনের সেকেন্ডে ১৬ ফুট। 
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
6/12
 ব্রাজিল এবং পেরুর মধ্যে এটি ধীরগতিতে প্রবাহিত। হামজা নদী এবং আমাজন নদী পৃথিবীর ভূত্বকের বিভিন্ন স্তরে প্রবাহিত যমজ-নদী। 
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
7/12
২০১১ সালে রিও ডি জেনেইরোতে জিওফিজিক্যাল সোসাইটির একটি সভায় এই নদীর আবিষ্কারের কথা ঘোষণা করা হয়েছিল। 
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
8/12
ব্রাজিলের ন্যাশনাল অবজারভেটরির ভারতীয় বিজ্ঞানী ভ্যালিয়া মান্নাথাল হামজার সম্মানে রাখা হয়েছে এই নদীর নাম। 
নদীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে আরও একটি নদী, দেখুন প্রকৃতির বিস্ময়ের সেই ছবি
9/12
 আমাজন নদীর ১৩ হাজার ফুট গভীরে অবস্থিত হামজা নদীটি আন্দিজে সৃষ্টি হয়েছে। এবং তা আটলান্টিক মহাসাগরে গিয়ে শেষ হয়েছে। 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X