bredcrumb

রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে

By Bengali Team
| Published: Friday, September 16, 2022, 11:13 [IST]
রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে
রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে
1/7
রজার ফেডেরার লেভার কাপ খেলেই আন্তর্জাতিক টেনিসকে গুডবাই জানাবেন। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের নজির গড়েছিলেন সুইৎজারল্যান্ডের এই কিংবদন্তি। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারিয়ে। সেটিই ফেডেরারের জেতা শেষ গ্র্যান্ড স্ল্যাম খেতাব।
রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে
2/7
টেনিস গ্র্যান্ড স্ল্যামে সর্বাধিক ম্যাচ জেতার নজিরও ফেডেরারের দখলেই। তিনি গ্র্যান্ড স্ল্যামে জিতেছেন ৩৬৯টি ম্যাচ। প্রথম জয়টি এসেছিল ২০০০ সালে। অস্ট্রেলিয়ান ওপেনের সেই ম্যাচে ১৮ বছরের ফেডেরার প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন মাইকেল চ্যাংকে প্রথম রাউন্ডে হারিয়ে অঘটন ঘটান। গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারে তাঁর শেষ জয় ইতালির লোরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে, ২০২১ সালের উইম্বলডন প্রি কোয়ার্টার ফাইনালে।
রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে
3/7
কোনও মরশুমে চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেই ফেডেরার খেলেছেন, এমনটা হয়েছে তিনবার। ২০০৬, ২০০৭ ও ২০০৯ সালে। আজ অবধি আর কেউ এই নজির গড়তে পারেননি। 
রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে
4/7
২০০৪ থেকে ২০০৮ সাল অবধি ফেডেরার টানা পাঁচবার ইউএস ওপেন সিঙ্গলস খেতাব জিতেছেন। ওপেন এরায় ইউএস ওপেনে এই নজির কারও নেই। ২০০৩ থেকে ২০০৭ সাল অবধি ফেডেরার টানা পাঁচবার উইম্বলডন খেতাব জিতেছেন, যার মাধ্যমে তিনি স্পর্শ করেন বিয়ন বর্গের কীর্তি। তবে ফেডেরার ছাড়া আর কোনও টেনিস খেলোয়াড় দুটি গ্র্যান্ড স্ল্যামে টানা পাঁচবার করে চ্যাম্পিয়ন হতে পারেননি। 
রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে
5/7
ওপেন এরায় প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলসে শততম ম্যাচ জেতার নজির গড়েন ফেডেরার। ওপেন এরায় সবচেয়ে বেশি ৫৮ বার সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল খেলার নজিরও রয়েছে তাঁর দখলেই। সবচেয়ে বেশি ৪৬ বার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস সেমিফাইনালও খেলেছেন। ৩১ বার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ফাইনাল খেলেছেন, এই রেকর্ডটি অবশ্য ভেঙে দিয়েছেন নোভাক জকোভিচ। 
রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে
6/7
ওপেন এরায় সবচেয়ে বেশি ৮ বার উইম্বলডন খেতাব জিতেছেন রজার ফেডেরার। পুরুষদের সিঙ্গলসে একমাত্র ফেডেরারই টানা ১০টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেছেন। ২০০৫ সালের উইম্বলডন থেকে এই ধারা শুরু হয়। ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে না হারলে টানা ১১ বার ফাইনালে উঠতে পারতেন। 
রজার ফেডেরারের গ্র্যান্ড স্ল্যামে অনন্য নজিরগুলি একনজরে
7/7
রজার ফেডেরার ৮১টি গ্র্যান্ড স্ল্যামে অংশ নিয়েছেন। ১৯৯৯ সালে ফরাসি ওপেনের মূলপর্বে উঠে শুরু হয়েছিল যে সোনালি সফর। ওপেন এরায় স্পেনের ফেলিসিয়ানো লোপেজও ৮১টি গ্র্যান্ড স্ল্যামে অংশ নিয়েছেন। আর একটি গ্র্যান্ড স্ল্যামে নামতে পারলেই সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম খেলার রেকর্ডটি এককভাবে নিজের দখলে রাখতে পারতেন ফেডেক্স।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X