bredcrumb

বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা

By Ritesh Ghosh
| Published: Monday, February 28, 2022, 17:23 [IST]
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
1/8
অন্যদিকে বিজেপির তরফে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে একটি মিছিল হয় বিজেপির। প্রথমেই ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তা আটকে দেয়। গ্রেফতার করা হয় বিজেপি নেতা সজল ঘোষকে
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
2/8
জেলাতেও বিজেপির মহিলা মোর্চা মিছিল আটকে দেয় পুলিশ
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
3/8
শুধু সজলই নয়, বনধ করতে গিয়ে এদিন পুলিশের হাতে আটক হতে হয় একাধিক বিজেপি বিধায়ককে
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
4/8
কলকাতাতে মহিলাদের মিছিল ঠেকাতে তৈরি রাখা হয় মহিলা পুলিশ কর্মীদেরও। মিছিল বের হতেই বিজেপির মহিলা শক্তিকে আটক করেন পুলিশ আধিকারিকরা। আর তা নিয়ে বচসা বেঁধে যায়
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
5/8
মহিলাদের পাশাপাশি কলকাতার বিভিন্ন অংশে বিজেপি কর্মীদের মিছিল বের হয়। আর তা বের হতেই আটকে দেওয়া হয়। আর তা নিয়ে বিভিন্ন অংশে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি ধরা পড়ে
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
6/8
বনধের সমর্থনে সোমবার সকালেই বিশাল মিছিল বের হয় যাদবপুর ৮বি-তে। শুধু তাই নয়, বিজেপির তরফে পথ অবরোধও করা হয়। যার জেরে সকালে তীব্র যানজট তৈরি হয়। যদিও মুহূর্তে বন্‌ধ সমর্থকদের আটক করে পুলিশ
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
7/8
নধের সমর্থনে বিভিন্ন জায়গাতে মিছিল। সামনের সারিতে একেবারে মহিলারা
বনধের সমর্থনে কলকাতায় মিছিল 'মহিলা শক্তি'র! গ্রেফতার কাউন্সিলার সজল ঘোষণা
8/8
রাজ্যজুড়ে ১২ ঘন্টার বনধ চলছে। বনধ সফল করতে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। পথে নেমেছে বিজেপির মহিলা ব্রিগেডও। আর সেই ছবিই ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X