bredcrumb

পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর

By Ritesh Ghosh
| Published: Friday, April 1, 2022, 21:19 [IST]
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
1/20
 পঞ্চম দফা 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে তালকাটোরা স্টেডিয়ামে সারা দেশ থেকে আগত শিক্ষার্থীদের দ্বারা তৈরি করা প্রদর্শনী প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
2/20
দেশের অন্যান্য সব জায়গার পাশাপাশি 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে ভার্চুয়ালি পরধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলএন রাঁচির পড়ুয়ারাও। 
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
3/20
এইদিন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনে উদবুদ্ধ হয়েছে অনুষ্ঠানে অংশ নেওয়া পড়ুয়ারা, এমনটাই জানাল তারা। 
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
4/20
অনলাইনে পড়াশোনার সময় মনকে স্থির রেখে পড়াশোনা করার কথা বলেন নমো। 
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
5/20
 "প্রস্তুতি নিলে পরীক্ষা ভালো হবেই" পরীক্ষার ভীতি কাটানোর জন্য দেশের পরবর্তী প্রজন্মকে এরকম দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
6/20
সিলেবাসের কতটা বাকি থাকল সেটা ভেবে মানসিক চাপ না বাড়িয়ে যতটুকু পড়া হয়েছে তার উপরেই আস্থা রাখার কথা বলেন নমো। 
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
7/20
 পরীক্ষাকে উৎসবে পরিণত করে এই দিনগুলি উপভোগ করার কথা এদিন নিজের বক্তৃতার মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। 
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
8/20
জীবনের সব ব্যর্থতা দূরে সরিয়ে রেখে এদিন দেশের সব পড়ুয়াদের জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র দিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পঞ্চম 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচিতে পড়ুয়াদের ভীতি কাটানোর দাওয়াই নরেন্দ্র মোদীর
9/20
 ভার্চুয়ালি দেশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের একের পর এক প্রশ্নের উত্তরও তিনি দেন।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X