bredcrumb

১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন

By Bengali Team
| Published: Saturday, August 27, 2022, 17:03 [IST]
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
1/8
ন্যাগাল্যান্ডের বানিজ্যিক শহর হিসেবে পরিচিত ডিমাপুর। ১৯০৩ সালে নাগাল্যান্ডের ডিমাপুর রেলস্টেশনের উদ্বোধন করা হয়। ডিমাপুর থেকে শোখুভি রেলস্টেশনের দূরত্ব কয়েক কিলোমিটার।
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
2/8
প্রাথমিকভাবে কোহিমার জুব্জা পর্যন্ত ব্রডগেজ লাইন করা হলেও ভবিষ্যতে একদিকে নিউ কোহিমা অন্যদিকে ইম্ফল পর্যন্ত বাড়ানো হবে বলে জানা গিয়েছে। যার ফলে নাগাল্যান্ড আগামী কয়েক বছরের মধ্যে একাধিক রেলস্টেশন পেতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মহাব্যবস্থাপক আনগুল গুপ্ত বলেন,  শুক্রবার ভারতীয় রেল ও নাগাল্যান্ডের জন্য অত্যন্ত গর্বের দিন। তিনি বলেন, খুব শীঘ্রই উত্তরপূর্বের রাজধানীগুলোকে রেলপথের সাহায্যে যুক্ত করা হবে।
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
3/8
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রেল মন্ত্রকের কাছে ডিমাপুর রেলস্টেশনটির উন্নয়নের জন্য আবেদন করেছিলেন। ডিমাপুর থেকে রেলস্টেশনটি যাতে সম্প্রসারিত করা হয়, তার আবেদনও করা হয়। তিনি জানিয়েছিলেন, এর ফলে শুধু নাগাল্যান্ড নয় প্রতিবেশী রাজ্য মনিপুর ও অরুণাচল প্রদেশের বাসিন্দারাও উপকৃত হবে। অসমের ধানসিঁড়ি থেকে নাগাল্যান্ডের কোহিমা জেলার জুব্জা পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ লাইনের ভিত্তি প্রস্তর হয়েছিল ২০১৬ সালে। এখনও কাজ চলছে। সময়সীমা ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
4/8
এতদিন নাগাল্যান্ড মাত্র একটি রেলস্টেশন ছিল। দ্বিতীয় রেল স্টেশন পেতে নাগাল্যান্ডকে ১০০ বছরের বেশি সময় অপেক্ষা করত হল। শুক্রবার নাগাল্যান্ডের শোখুভিতে নাগাল্যান্ডের দ্বিতীয় রেলস্টেশন চালু হল। মুখ্যমন্ত্রী নেফিউ রিও শোখুভি স্টেশনের উদ্বোধন করেন। বার বার নাগাল্যান্ড সরকার কেন্দ্রে কাছে রাজ্যে রেল সম্প্রসারণের আবেদন করেছিল। অবশেষ সেই প্রতীক্ষার অবসান। দ্রুত নাগাল্যান্ডে রেলের আরও সম্প্রসারণ হবে বলে রাজ্যের বাসিন্দারা মনে করছেন।
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
5/8
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও শুক্রবার শোখুভি রেলস্টেশন থেকে ডনি পোলো এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখান। নাগাল্যান্ডের সঙ্গে অরুনাচল প্রদেশের ডনি পোলো এক্সেপ্রেসের মাধ্যমে রেল যোগাযোগ রয়েছে।
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
6/8
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রিও টুইট করে জানান, ‘আজ নাগাল্যান্ডের জন্য একটি ঐতিহাসিক দিন। ধানসারি-শোখুভি রেলপথের জন্য রাজ্যের মানুষকে ১০০ বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।’
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
7/8
রিও বলেন, ‘নাগাল্যান্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।’ এরজন্য তিনি উত্তর-পূর্ব রেলওয়ে সীমান্ত রেলওয়ের আধিকারিক,  কর্মী ও প্রযুক্তিবিদদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি এদিনটিকে নাগাল্যান্ডের রেড লেটার ডে বলে উল্লেখ করেছেন।
১০০ বছরের প্রতীক্ষার অবসান, নাগাল্যান্ড পেল রাজ্যের দ্বিতীয় রেলস্টেশন
8/8
টুইটারে নাগাল্যান্ডের মুখ্যমন্তরী লেখেন, রেল পরিষেবা দেশের দ্বিতীয় সস্তা পরিষেবা। তাই রেললইনের সম্প্রসারণের সঙ্গে রাজ্যের আর্থিক চেহারা বদলে যাবে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X