bredcrumb

রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব

By Ritesh Ghosh
| Published: Sunday, April 10, 2022, 16:38 [IST]
রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব
রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব
1/7
এপ্রিল মাসের ১০ তারিখ রবিবার চৈত্র নবরাত্রির নবমীর দিন রামনবমীর পুণ্যতিথি উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে আনন্দ উৎসব। 
রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব
2/7
মহাকাব্য রামায়ণ অনুযায়ী, বর্তমান উত্তরপ্রদেশের এই অযোধ্যা নগরীতেই এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম, তাই এই দিনটিকে খুবই শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন সকলে। 
রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব
3/7
প্রশাসনিক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে রাম জন্মভূমি অযোধ্যা প্রায় ৩০ লাখেরও বেশি ভক্তে পরিপূর্ণ হয়েছে। মূলত করোনা কাটিয়ে দুই বছর পর আবার এত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল রাম নবমী। 
রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব
4/7
অযোধ্যার সরযূ নদীর ঘাটে ভক্তদের পূজা করতে দেখা গেল এইদিন, পাশাপাশি গোটা অযোধ্যা শহরটিকেই আলো আর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রামনবমী উপলক্ষে। 
রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব
5/7
সাধু-সন্যাসী থেকে সাধারণ মানুষ, সকলেই উপস্থিত হন সরযূ নদীতে রামনবমী উপলক্ষে পুণ্যস্নান করার জন্য। 
রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব
6/7
কয়েক হাজার ভক্ত এই বিশেষ দিনে সরযূ নদীতে পুণ্যস্নান করে নিজের সকল মনের কামনা পূরণের প্রার্থনা করলেন।
রামনবমীতে লক্ষাধিক ভক্ত-সমাগমে করোনা কাটিয়ে ফের অযোধ্যায় মহোৎসব
7/7
রামনবমী উপলক্ষে লক্ষাধিক ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন, সকাল থেকেই সরযূ নদীর ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেল। 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X