bredcrumb

কেন্দ্র সরকারের বিরুদ্ধে হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল

By Dibyendu Saha
| Updated: Wednesday, October 12, 2022, 20:04 [IST]
কেন্দ্র সরকারের বিরুদ্ধে হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
1/9
ভারতের প্রতিটি বাঙালির মৌলিক অধিকার রক্ষা করতে বাংলা পক্ষ ১২  অক্টোবর, ২০২২ বুধবার রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল ও পথসভা  করল কলকাতায়
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
2/9
হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা, শিক্ষাদান, তথ্য আদান-প্রদান ইত্যাদি সমস্ত ক্ষেত্রে ইংরেজি সরিয়ে হিন্দি বাধ্যতামূলক করা, হিন্দি না জানার কারণে ভারতীয় নাগরিককে শাস্তি দেওয়া,  ভারতে এবং ভারতের বাইরে রাষ্ট্রপুঞ্জে হিন্দি চাপানোর মাধ্যমে বাঙালি এবং সব অহিন্দি জাতির বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে স্থায়ীভাবে হিন্দি সাম্রাজ্যবাদের দাস বানানোর  অভিযোগ করেছে বাংলা পক্ষ
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
3/9
প্রবল বৃষ্টির মধ্যে শয়ে শয়ে বাঙালি এই মিছিলে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলে 
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
4/9
 মিছিলে হিন্দি সাম্রাজ্যবাদকে ধিক্কার জানানো প্ল্যাকার্ড যেমন ছিল, তেমনই ছিল বাঙালি জাতির অভিভাবক চিত্তরঞ্জন দাশ, বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র, তামিল সহ সকল অহিন্দি জাতির নায়ক তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাই, মহান কন্নড় জাতীয়তাবাদী কবি কুভেম্পুর অমর উক্তি সম্বলিত প্ল্যাকার্ডও
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
5/9
 আগামী ১৬ই অক্টোবর বাংলা পক্ষ বাংলার প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে চলেছে
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
6/9
মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য মনন মন্ডল, চিকিৎসক অরিন্দম বিশ্বাস, মনোজিৎ বন্দ্যোপাধ্যায়, সোয়েব আমিন। উপস্থিত ছিলেন কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উত্তর চব্বিশ গ্রামীনের সম্পাদক দেবাশিস মজুমদার, উত্তর চব্বিশ শিল্পাঞ্চলের সম্পাদক পিন্টু রায়ের মতো অনেকেই
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
7/9
বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন,"দিল্লি যদি ভেবে থাকে যে বাঙালি হিন্দি সাম্রাজ্যবাদের সামনে মাথা ঝুঁকিয়ে দেবে, আত্মসমর্পণ করবে তাহলে তারা ভুল ভাবছে। আমরা সমস্ত ভাষার সমান অধিকার চাই। বাঙালি স্বাধীনতা সংগ্রামী শহীদরা নিজেদের পরবর্তী প্রজন্মকে হিন্দির দাস বানানোর জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেননি। তাঁর অভিযোগ,  হিন্দি সাম্রাজ্যবাদ ভারতের ঐক্য ধ্বংস করতে চায়
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
8/9
 বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, এই বৃষ্টির মধ্যে বাঙালির জনজোয়ার বুঝিয়ে দিল, বাঙালির মাটিতে হিন্দি চাপালে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। বাঙালির ওপর হিন্দি চাপানোর বিরুদ্ধে, বাঙালিকে নিজ অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে বাংলা পক্ষ শেষ পর্যন্ত লড়ে যাবে। সকল বাঙালিকে দল - মত ভুলে বাঙালি হিসেবে জোট বাঁধার আহ্বান জানান তিনি
কেন্দ্র সরকারের বিরুদ্ধে  হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের  অভিযোগ করে বাংলা পক্ষর মহামিছিল
9/9
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী, শিক্ষাবিদ পবিত্র সরকারের মত বাঙালি বিদ্বজ্জনেরা বাংলা পক্ষর এই প্রতিবাদ কর্মসূচিকে জোরালো সমর্থন জানিয়েছেন। জয় গোস্বামী বলেছেন, তিনি শারীরিক অসুস্থতার জন্য এই মিছিলে উপস্থিত থাকতে না পারলেও এই প্রতিবাদকে সম্পূর্ণ সমর্থন করছেন। পবিত্র সরকার  বলেছেন,  এইভাবে হিন্দির একাধিপত্য কায়েমের চেষ্টা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরোধী

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X