bredcrumb

জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর

By Ritesh Ghosh
| Published: Wednesday, March 2, 2022, 18:33 [IST]
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
1/10
১০৭টি পুরসভার মধ্যে ১০২টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। একটি পেয়েছে বামেরা। আর চারটি পুরসভা ত্রিশঙ্কু হয়েছে। অর্থাৎ এই পাঁচটি বেশ কাঁটা হয়ে রয়ে গেল তৃণমূল শিবিরের। পুরুলিয়ার ঝালদা, হুগলির চাঁপদানি, মুর্শিদাবাদের বেলডাঙা আর পূর্ব মেদিনীপুরের এগরা। এই চারটি পুরসভা কেন্দ্রে ত্রিশঙ্কু ফল হয়েছে।
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
2/10
তিন মাস আগে দল গড়েই দার্জিলিং পুরসভা দখল করে নিয়েছে হামরো পার্টি প্রধান অজয় এডওয়ার্ডস। রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে তাহেরপুর আর দার্জিলিং পুরসভাতেই সরাসরি তৃণমূল ভিন্ন অন্য দল জয়ী হয়েছে। এ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে দার্জিলিং নিয়ে তিনি দিলেন খুশির খবর।
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
3/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশ নির্বাচনের প্রচারে গিয়ে বলেছেন ভারতের ক্রমবর্ধমান শক্তির কারণেই তার সরকার ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন যে ভারত ইউক্রেন থেকে নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কোনও প্রচেষ্টাই ছাড়বে না।
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
4/10
চলতি শতাব্দীতে প্রথম বার পাক দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে পা রেখেছে অস্ট্রেলিয়া। এই সিরিজে যেমন দীর্ঘদিন পর অপরিচিত পরিস্থিতি, অপরিচিত প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের মুখোমুখি হতে হবে পাকিস্তানকে, তেমনই সব সময়ে কড়া নজরদারিতে থাকতে হবে গোটা দলকে কারণ পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে এই দেশে খেলতে আসতে অনীহা দেখিয়েছে বহু দল। ২০০৯ সালে সফররত শ্রীলঙ্কা দলের টিম বাসে লাহৌরে জঙ্গিহানাও ঘটেছিল।
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
5/10
পুরসভা ভোটের ফলাফলে (west bengal municipal election 2022) সবুজ ঝড়। ভোটের আগেও জানতেন বেশিরভাগ মানুষই। এর মধ্যেও বিজেপি কোথায়ও যেন পিছিয়ে পড়ছে আর তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে আসছে ফের বামেরা। শতাংশের নিরিখে খুব কম হলেও একটি মাত্র পুরসভা তাহেরপুর (Taherpur) তারা দখল করেছে কিংবা দখলে রাখতে পেরেছেন বামেরা তথা সিপিএম (CPIM)। তৃণমূলের লড়াইটা যে বামেদের সঙ্গেই, তা ফের সামনে আসায় খুশি সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
6/10
আইসিসি’র তালিকায় চোখ ধাঁধানো উন্নতি শ্রেয়সের, টি-২০ ক্রমতালিকায় প্রথম দশে থেকে ছিটকে গেলেন বিরাট
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
7/10
কলকাতা পুরসভা নির্বাচনে প্রচার করলেও রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনে প্রচারে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি চার পুরসভাতেও প্রচারে নামেননি তিনি। কার্যত দূরে থেকেই নিজের গড় আগলে রাখলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'।
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
8/10
পুরসভা নির্বাচনে তারা ঘুরে দাঁড়াল সিপিআইএম। নদিয়ার তাহেরপুর পুরসভা দখলও করে নিল তারা। বর্তমান রাজনীতির প্রেক্ষিতে এই ফল আশাব্যাঞ্জক বলে ব্যাখ্যা বাম-শিবিরের।২,২৭৪ ওয়ার্ডের মধ্যে প্রায় ৩ শতাংশ আসনে জয় হয়েছে বামেদের। তবে বুস্টার ডোজ যেন তাহেরপুর
জেনে নিন বুধবারের ১০টি গুরুত্বপূর্ণ খবর
9/10
সরাসরি না বললেও অনেকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অধীর চৌধুরি। বিধানসভা নির্বাচনের পর পুরসভা ভোটেও হাতছাড়া হয়েছে কংগ্রেসের গড় বহরমপুর। এই পুরসভায় হারলেও ফাইটার অধীর কথায় হারতে রাজী নন। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জয়ী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X