bredcrumb

ঘোষণা হলেও ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে পর্যাপ্ত চাদর-কম্বল মিলছে না! ব্যাখ্যা দিল ভারতীয় রেল

By Dibyendu Saha
| Published: Wednesday, March 23, 2022, 22:55 [IST]
ঘোষণা হলেও ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে পর্যাপ্ত চাদর-কম্বল মিলছে না! ব্যাখ্যা দিল ভারতীয় রেল
ঘোষণা হলেও ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে পর্যাপ্ত চাদর-কম্বল মিলছে না! ব্যাখ্যা দিল ভারতীয় রেল
1/6
ঘোষণার পরেও বিভিন্ন দুরপাল্লার ট্রেনে চাদর-কম্বল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল, যা নিয়ে জবাব দিয়েছে ভারতীয় রেল। 
ঘোষণা হলেও ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে পর্যাপ্ত চাদর-কম্বল মিলছে না! ব্যাখ্যা দিল ভারতীয় রেল
2/6
ভারতীয় রেলের তরফে বলা হয়েছে, করোনা কারণে গত  দুবছরে ট্রেনে চাদর-কম্বল ব্যবহার করা হয়নি, সেই কারণে পুরনোগুলি ব্যবহারের অনুপযুক্ত  হয়ে পড়েছে। নতুন করে এইসব জিনিস গুণমান সহকারে  সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। 
ঘোষণা হলেও ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে পর্যাপ্ত চাদর-কম্বল মিলছে না! ব্যাখ্যা দিল ভারতীয় রেল
3/6
পরিষেবা ১০০  শতাংশ দিতে  রেলে ওভারটাইমে  কাজ হচ্ছে।
ঘোষণা হলেও ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে পর্যাপ্ত চাদর-কম্বল মিলছে না! ব্যাখ্যা দিল ভারতীয় রেল
4/6
১০ মার্চ ভারতীয়  রেলের তরফে চাদর ও কম্বর আবারও দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।  সারা দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পরেই এইসবের ব্যবহার তুলে দেওয়া হয়।  ২০২০-র মে মাসে  জানিয়ে দেওয়া হয়েছিল শীতাতপ নিয়ন্ত্রিত কোচে  কম্বল-চাদর দেওয়া হবে না।  যাত্রীদেরই তা নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল।  পাশাপাশি বগির তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি করার  নির্দেশ দেওয়া  হয়েছিল। 
ঘোষণা হলেও ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে পর্যাপ্ত চাদর-কম্বল মিলছে না! ব্যাখ্যা দিল ভারতীয় রেল
5/6
বালিশ, কম্বল, চাদর  একটি সিল করা কভারে দেওয়া হয়। 
ঘোষণা হলেও ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে পর্যাপ্ত চাদর-কম্বল মিলছে না! ব্যাখ্যা দিল ভারতীয় রেল
6/6
ভারতীয় রেলে বয়স্ক নাগরিকদের জন্য  টিকিটে যে ছাড় দেওয়া হত, তা তুলে নেওয়া হয়েছে। তবে রোগী ও ছাত্রছাত্রীদের জন্য টিকিটে ছাড় বজায় রাখা হয়েছে। 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X