bredcrumb

হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

By Ritesh Ghosh
| Published: Friday, January 28, 2022, 19:03 [IST]
হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
1/7
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অনুসারে জানা গিয়েছে ভারতে ২০২১ সালে সোনার ব্যবহার বেড়েছে ৭৯৭.৩ টন। WGC একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ২০২১ সালের সোনার চাহিদা ছিল ৭৯৭.৩ টন, ২০২০ সালে ছিল ৪৪৬.৪ টন। গত বছর বৃদ্ধি পেয়েছে হয়েছে ৭৮.৬ শতাংশ।  
হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
2/7
কর্মকর্তা জানান,গত বছর গহনার চাহিদা ছিল ৯৩%, তা বেড়ে হয়েছে ৬১০.৯ টন। ২০২০ সালে তা ছিল ৩১৫.৯ টন। মহামারির মধ্যে সোনার চাহিদা ২৬৫ টন বৃদ্ধি পেয়েছে। ছয় বছরের তুলনায় এটি সবচেয়ে বেশি রেকর্ড গড়েছে
হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
3/7
সোমসুন্দরাম বলেন, করোনা, মূল্যস্ফীতি, সুদের হারের ওপর অনেক সময় সোনার দামের গতিবিধি লক্ষ্য করা যায়। তবে ২০২২ সালে মহামারির কারণে পেন্ট-আপ চাহিদার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কম। যদিও তিনি এও জানিয়েছেন বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছে
হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
4/7
৮ বছরে সোনার চাহিদা সর্বোচ্চ ছিল ৭৯ টন। ডিজিটাল স্বর্ণের চাহিদাও অনেকটাই বেড়েছে ভারতে।  ২০২১ সাল সোনার চাহিদায় অনেকটাই এগিয়ে
হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
5/7
ভারতের WGC এর প্রধান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পিআর সোমসুন্দরাম জানান, দেশের সোনার চাহিদা ৭৯ শতাংশ থেকে বেড়ে ৭৯৭.৩ টন হয়েছে। যা মূলত ৩৪৩ টন ছিল। যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ভারত সোনায় এবার রেকর্ড গড়েছে
হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
6/7
২০২২ সালে আর যদি কোন বড় বাধার সম্মুখীন ভারত না হয় তাহলে সোনার চাহিদা ৮০০-৮৫০ টন পর্যন্ত যেতে পারে বলে জানিয়েছেন ভারতের WGC এর প্রধান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা
হাসি ফুটল সোনা ব্যবসায়ীদের মুখে! ২০২১ সালে ভারতের সোনার চাহিদা ৭৯৭.৩ টন, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
7/7
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের থেকে ২০২১ সালে সোনার চাহিদা ৪৩% বৃদ্ধি পেয়েছে। ১৩০.৪ টন থেকে বেড়ে হয়েছে ১৮৬.৫ টন। মূল্যের দিক থেকে বিচার করলে দেখা যাবে, ২০২০ সালে ৫৫,০২০ কোটি টাকা তা বেড়ে হয়েছে ৭৯,৭২০ কোটি টাকা। বেড়েছে ৪৫ শতাংশ
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X