bredcrumb

পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে

By Bengali Team
| Published: Tuesday, September 20, 2022, 15:32 [IST]
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
1/16
 পৃথিবীতে থাকা পিপীলিকার ওজন সমস্ত মানুষের ওজনের থেকে বেশি। তাহলে পিপীলিকার সংখ্যা কত?
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
2/16
প্রাণী ও উদ্ভিদ সমস্ত জীবকূলের কাছেই পিঁপড়ের অবদান অনস্বীকার্য। অক্সিজেনকে গাছের শিকড়ে পৌঁছে দেওয়া থেকে অঙ্কুরোদগম প্রক্রিয়ায় সহায়তা করে পিঁপড়ে।
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
3/16
  গবেষকরা সারা বিশ্ব থেকে ১২ হাজার প্রজাতির পিঁপড়ের খোঁজ পেয়েছেন। এখনও খোঁজ চলছে।
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
4/16
 পিঁপড়ের প্রজাতি ১০০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রয়েছে। তারপর তা বিবর্তিতও হয়েছে।
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
5/16
পিঁপড়ের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। শুধু সংখ্যায় বিস্ময়কর নয় পিঁপড়ে। পরিবেশের ভারসাম্যেও গুরুত্বপূর্ণ।
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
6/16
 হংকং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের গবেষক দলের এই গবেষণাটি স্থলজ বাস্তুতন্ত্রে পিঁপড়ের ভূমিকার কথাও তুলে ধরে।
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
7/16
হংকং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের দলটি দেখেছে ভূমিতে বসবাসকারী পিঁপড়ের প্রাচুর্যগুলি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে বেশি।
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
8/16
 পিঁপড়ের এই আধিক্য এবং বৈচিত্র্য ভূগোল সম্পর্কে আমাদের বোধগম্যতাকে প্রসারিত করে। উদ্বেগজনক পরিবেশগত পরিবর্তনের আভাসও দেয় পিঁপড়ে।
পৃথিবীতে কত সংখ্যক ও কত প্রকারের পিপীলিকা রয়েছে জানেন, দেখুন ছবিতে
9/16
 পিঁপড়ের সঙ্গে তুলনায় বন্য পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর মোটা বায়োমাস বা জৈববস্তু হল ২ মিলিয়ন টন।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X