bredcrumb

ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা

By Dibyendu Saha
| Published: Tuesday, September 6, 2022, 13:50 [IST]
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
1/10
সোমবারের প্রবল বৃষ্টিতে কার্যত পঙ্গু হয়ে পড়েছে  ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। বিভিন্ন রাস্তা, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স জলের তলায়, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন, রাস্তায় আটকে যানবাহন
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
2/10
শহরের লেক ও ড্রেনগুলি জলের পূর্ণ, প্লাবিত  শহরের নিচু এলাকা, সেই কারণে নৌকা ও ট্রাক্টরকে বেছে নেওয়া হয়েছে স্কুল-কলেজ ও অফিসের যাতায়াতের মাধ্যম হিসেবে
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
3/10
রেইনবো ড্রাইভ লেআউট, সানি ব্রুকস লেআউট এবং সারজাপুর রোডের কিছু অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
4/10
টনি আইটি হাম-সহ আউটার রিং রোডের বেশিরভাগ  অংশ প্লাবিত হয়েছে, যার জেপে ব্যাপক যানজটের পরিস্থিতি। সাধারণ মানুষকে দেখা গিয়েছে তাদের দুচাকার গাড়িকে হাঁটু জলে ঠেলে নিয়ে যেতে

ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
5/10
পরিস্থিতি এতটাই খারাপ যে সাধারণ মানুষের ক্ষোভ দিয়ে পড়েছে সেখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
6/10
সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায়  জলমগ্ন সবাড়ির ভিডিও শেয়ার করেছেন, শেয়ার করেছেন জল থৈ থৈ রাস্তায় ট্রাফিকের ছবিও
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
7/10
ছবি টুইট করে কেউ কেউ ইন্দিরা নগরকে ভেনিসের মতো দেখতে বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইকে ধন্যবাদ জানিয়েছেন
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
8/10
বেঙ্গালুরু শহরের বাসিন্দাদের সমস্যা আরও বেশি কেননা শহরের কিছু অংশে দুদিনের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।  কাবেরী নদী থেকে জল তোলার পাম্পিং স্টেশনটি জলে ডুবে যাওয়ায় এই পরিণতি
ভারী বৃষ্টিতে কার্যত পঙ্গু সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, কেরলের কিছু অংশে লাল সতর্কতা
9/10
পরিস্থিতির মোকাবিলায় ৬০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই এছাড়াও বেঙ্গালুরুতে ড্রেন  তৈরির জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X