bredcrumb

বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের

By Dibyendu Saha
| Published: Monday, September 12, 2022, 22:32 [IST]
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
1/8
একটি বাংলা বেসরকারি সংবাদ মাধ্যমের  মহিলা সাংবাদিক বাংলায় কথা বলায় কলকাতার জাজেস ঘাটে বহিরাগত কিছু দুষ্কৃতী অভব্য আচরণ ও হুমকি দেয় বলে অভিযোগ
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
2/8
এর বিরুদ্ধে প্রতিবাদ এবং এই ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি করে  জাজেস ঘাটে  এদিন  বিক্ষোভ কর্মসূচী করল বাংলা পক্ষ
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
3/8
বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য চিকিৎসক অরিন্দম বিশ্বাস, কলকাতার জেলা সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর ২৪ গ্রামীনের সম্পাদক দেবাশিস মজুমদার, উত্তর ২৪ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহেমদ, হাওড়ার সম্পাদক জয়দীপ দে, নদীয়া জেলার পর্যবেক্ষক আবীর সেন-সহ আরও অনেকে
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
4/8
কৌশিক মাইতি বলেন, বাংলার মাটিতে, এই কলকাতার এই ধরণের ঘটনা ঘটছে। পরিচিত চ্যানেলের মহিলা সাংবাদিককে বাংলায় কথা বলায়  হেনস্থা করা হচ্ছে৷ আগামীতে যাতে কোনও বাঙালি মহিলা কেন কোনও বাঙালিকে বহিরাগতরা  হেনস্থা করতে না পারে, তা  সুনিশ্চিত করবে বাংলা পক্ষ
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
5/8
সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন,  শাসক থেকে বিরোধী সব দলের নির্লজ্জ বহিরাগত তোষণ এবং ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে আজ বাংলার মাটিতে বাংলা চ্যানেলের মহিলা  সাংবাদিককে বহিরাগতরা হুমকি দিচ্ছে যে বাংলা বলা যাবে না, হিন্দি বলতে হবে
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
6/8
পুলিস-প্রশাসন থেকে  সরকার, সবার  কাছে বাংলা পক্ষের আবেদন, গঙ্গার দু পাড়ে বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করুন
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
7/8
বাংলা বলার জন্য এর আগে বহিরাগতদের দ্বারা 'বাংলাদেশী' তকমা বহুবার শুনতে হয়েছে বাঙালিকে। বাংলা বলার জন্য বহিরাগত কর্মচারী দ্বারা রেল স্টেশনে, টিকিট কাউন্টারে বহুবার হুমকির মুখে পড়তে হয়েছে বাংলার নাগরিকদের। এই ঘটনা বারে বারে ঘটছে রাজ্যে এবং রাজ্যের বাইরে
বাংলা বলায় বাঙালি মহিলা সাংবাদিককে জাজেস ঘাটে হেনস্থা! প্রতিবাদ কর্মসূচিতে শাসক থেকে বিরোধী সবাইকে নিশানা বাংলা পক্ষের
8/8
 এবার সরাসরি আক্রমণ নেমে এসেছে বাঙালি সাংবাদিকের ভাষা ব্যবহারের স্বাধীনতার  ওপরে, অভিযোগ বাংলা পক্ষের
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X