আইপিএলের মেগা নিলামে যে ৪ তারকা অলরাউন্ডার ঈর্ষণীয় দর পেতে পারেন
By Manojit Maulik
| Published: Thursday, February 10, 2022, 16:04 [IST]

1/4
শার্দুল ঠাকুরের বেস প্রাইস ২ কোটি টাকা। চেন্নাই সুপার কিংসের হয়ে বিগত আইপিএলেও সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় যুগ্ম তৃতীয় স্থানে ছিলেন লর্ড শার্দুল। আইপিএলই হোক বা ভারতীয় দল, সাদা বল কিংবা লাল বলের ক্রিকেটে বল হাতে জুটি ভাঙায় তাঁর যেমন দক্ষতা রয়েছে, তেমনই ঝোড়ো ইনিংসও খেলে থাকেন। তাঁর জন্য ঝাঁপাতে পারে অনেক দলই।
Courtesy: PTI

2/4
ওয়াশিংটন সুন্দরের বেস প্রাইস দেড় কোটি টাকা। চোটের কারণে গত আইপিএলের দ্বিতীয়ার্ধে আরসিবির হয়ে খেলতে পারেননি। করোনা পজিটিভ হওয়ায় সুযোগ পেয়েও যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজে ছন্দে থাকার ইঙ্গিতই দিয়েছে। ঘরোয়া ক্রিকেটেও তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নির্বাচকদের আস্থা অর্জন করেছে। যে কোনও পজিশনে ব্যাট করার দক্ষতাও তাঁকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ বাড়িয়েছে।
Courtesy: PTI

3/4
আইপিএল নিলামে দীপক চাহারের বেস প্রাইস ২ কোটি টাকা। চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কেড়েছেন আইপিএলে। বিশেষ করে পাওয়ারপ্লেতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা পালনের দক্ষতা রয়েছে। গত আইপিএলে সিএসকে-র হয়ে ১৫ ম্যাচে ১৪টি উইকেট নেন চাহার। ভারতীয় দলের হয়েও সাদা বলের ক্রিকেটে নির্ভরযোগ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন এই অলরাউন্ডার।
Courtesy: PTI

4/4
ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের বেস প্রাইস দেড় কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম স্তম্ভ এবারের আইপিএল নিলামে নজরকাড়া দর পেতে পারেন। সানরাইজার্সের হয়ে আগের আইপিএলে ৮ ম্যাচে ১৬ উইকেট নেন হোল্ডার। ভারত সফরে আসার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ হ্যাটট্রিকও করেছেন।
Courtesy: PTI