bredcrumb

এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন

By Bengali Team
| Published: Tuesday, September 20, 2022, 14:03 [IST]
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
1/12
বায়ুমণ্ডলের প্রভাব, সমুদ্রের স্রোতের ভূমিকাও দায়ী হতে পারে। যদি এই ধারা চলতেই থাকে, তবে আমাদের একটি লিপ সেকেন্ড অন্তর্ভুক্ত করার প্রয়োজন হবে।
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
2/12
পাক্ষিক ও মাসিক জোয়ারের চক্রগুলি গ্রহের উপর বিস্তর প্রভাব ফেলে। এর ফলে দিনের দৈর্ঘ্য এক মিলিসেকেন্ড পর্যন্ত পরিবর্তন হয়।
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
3/12
জাপানে ২০১১ সালে ৮.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তা ১.৮ মাইক্রোসেকেন্ডের দৈর্ঘ্য বাড়িয়েছিল। আবহাওয়া বা জলবায়ুও পৃথিবীর ঘূর্ণনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
4/12
কয়েক দশক ধরে পৃথিবীর অভ্যন্তর ও পৃষ্ঠের মধ্যে সংযোগও কার্যকর হয়। বড় ভূমিকম্প দিনের দৈর্ঘ্য পরিবর্তন করতে পারে।
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
5/12
বিগত ২০ হাজার বছর ধরে অন্য একটি প্রক্রিয়া বিপরীত দিকে কাজ করছে, বরফ যুগ শেষের পর প্রতি শতাব্দীতে প্রতিদিন প্রায় ০.৬ মিলিসেকেন্ড করে ছোট হয়।
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
6/12
২০২২ সালের জুন মাসে অর্ধ শতাব্দীর মধ্যে ছোট দিনের রেকর্ড তৈরি হয়েছিল। কিন্তু এই রেকর্ড সত্ত্বেও ২০২০ সালে থেকে অবিচলিত গতি আরও মন্থর হয়েছে।
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
7/12
জ্যোতির্বিজ্ঞানীরা পারমাণবিক ঘড়ি পরিমাপ করে দেখেছেন একদিনের দৈর্ঘ্য এখন ২৪ ঘণ্টার থেকে বেশি হচ্ছে। জিপিএস এবং আধুনিক জীবনে প্রভাব ফেলছে।
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
8/12
প্রতি শতাব্দীর প্রতিটি দিনের দৈর্ঘ্য প্রায় ২.৩ মিলিসেকেন্ড বেড়ে যাচ্ছে। কয়েক বিলিয়ন বছর ধরে এই প্রক্রিয়া চলছে। ফলে পৃথিবী দিবস এখন বেড়ে গিয়েছে।
এক দিন হত ১৯ ঘণ্টায়! এখন ২৪ ঘণ্টায়, পৃথিবী-দিবস দীর্ঘ হচ্ছে কেন
9/12
 জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা, লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের প্রভাবে পৃথিবীতে জোয়ারের ফলে যে ভূ-চৌম্বকীয় ঘর্ষণের সৃষ্টি হয়, তার ফলে পৃথিবীর ঘূর্ণন ধীর হচ্ছে ক্রমশ।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X