bredcrumb

প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন

By Bengali Team
| Published: Friday, August 12, 2022, 12:06 [IST]
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
1/10
চাকরি হোক বা ব্যবসা যে কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য  পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড একটি বাধ্যতামূলক নথি।
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
2/10
প্যান কার্ড হারিয়ে গেলে সবার প্রথমে স্থানীয় থানায় গিয়ে এফআইআর দায়ের করতে হবে। প্যান নম্বর বদল করা যায় না, কিন্তু প্যান কার্ড বদল করা যায় ৷
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
3/10
জেনে নিন কোন এজেন্সি আপনার প্যান কার্ড তৈরি করেছে ৷ তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার প্যান কার্ডের একটি কপি পেতে পারেন ৷
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
4/10
অনলাইন আবেদন জানানোর জন্য https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html এই লিঙ্কটিতে ঢুকতে হবে
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
5/10
প্যান নম্বর, আধার নম্বর, জন্ম তারিখ-সহ বিবরণ দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি সাবমিট করার জন্য একটি ক্যাপচা দিতে হবে।
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
6/10
প্যান কার্ডটি হারানোর জন্য আপনি পুলিশের কাছে যে FIR করেছেন, সেই FIR এর কাগজটি অ্যাপলিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে।
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
7/10
অনলাইনে পুনর্মুদ্রণের আবেদন গৃহীত হলে তা আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য চার্জ নেওয়া হয়। এর জন্য ভারতের মধ্যে ৫০ টাকা এবং ভারতের বাইরে ৯৫৯ টাকা চার্জ হিসেবে নেওয়া হয়।
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
8/10
পুনর্মুদ্রিত কার্ডটি আয়কর বিভাগের ডাটাবেসে থাকা আপনার যোগাযোগের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।
প্যান কার্ডটি হারিয়ে গেছে? জেনে নিন কী করবেন
9/10
মোবাইল নম্বর আপডেট থাকা উচিত। অন্য দিকে তথ্যগুলিও একই হওয়া প্রয়োজন। যদি তথ্য পরিবর্তন করতে হয়, তা আগে সে বিষয়ে আবেদন জানাতে হবে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X