ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সহজ নিয়ম, জেনে নিন
By Rithesh Ghosh
| Published: Friday, March 25, 2022, 17:10 [IST]

1/5
অনেক সময়ই ভুলবশত বাড়িতে এটি এমন কার্ড ফেলে যান। কিন্তু বাইরে টাকার প্রয়োজন। খুব অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নতুন পরিষেবা দিচ্ছে ব্যাংক

2/5
ডেবিট কার্ড ছাড়া এসবিআই এটিএম থেকে টাকা তোলা যাবে। প্রথমে আপনাকে YONO অ্যাপ ডাউনলোড করুন, তারপর 'Yono ক্যাশ', দিন আপনার অ্যাকাউন্ট নম্বর, লিখুন টাকার পরিমাণ, এরপর আপনি YONO নগদ লেনদেন নম্বর ও YONO ক্যাশ পিন দিলে SMS পাবেন। তারপরেই আপনি আপনার টাকা তুলতে পারবেন

3/5
কীভাবে ডেবিট কার্ড ছাড়াই কোটাক ব্যাঙ্কের এটিএম থেকে নগদ তোলা যায় দেখে নিন। প্রথমে মোবাইল বা নেট ব্যাঙ্কিং-এ লগ ইন করুন। তারপর ব্যাংকিং ট্যাবে ক্লিক করুন। তারপর কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল (IMT) নির্বাচন করুন এবং সেলফ উইথড্রয়ালে ক্লিক করুন। ৪ সংখ্যার কোড সেট করুন। মোবাইল নম্বরে, আপনি আরেকটি চার-সংখ্যার এসএমএস কোড পাবেন, যেটি এটিএম-এও পুট করতে হবে। তারপরেই আপনি টাকা তুলতে পারবেন

4/5
শুধু যে এস বি আই এই সুবিধা দিচ্ছে তা কিন্তু নয়। আইসিআইসিআই ব্যাংক থেকেও কিন্তু ডেবিট কার্ড ছাড়া আপনি টাকা তুলতে পারবেন। প্রথমে আপনি ICICI ব্যাঙ্কের iMobile অ্যাপ ডাউনলোড করুন। তারপর পরিষেবার অধীনে এবং কার্ডবিহীন নগদ তোলার বিকল্পে ক্লিক করুন। তারপর আপনার টাকার পরিমাণ লিখুন আর ডেবিট করার জন্য অ্যাকাউন্ট নির্বাচন করুন। তারপর আপনার ৪ সংখ্যার পাসওয়াড লিখুন। তারপর সাবমিট অপশানে ক্লিক করুন। তারপর আপনি ৬ সংখ্যার একটি কোড পাবেন। এই ছয়-সংখ্যার কোডটি ছয় ঘণ্টার জন্যই ভালো। তারপরেই আপনি টাকা তুলতে পারবেন

5/5
Axis Bank এর ক্ষেত্রে আপনার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করুন। বিবরণ লিখুন। তারপর টাকার পরিমাণ লিখুন। তারপর কোড সেট করুন। এরপর ফোনে প্রাপ্ত বিবরণ লিখুন। সব ঠিক থাকলে ওকে ক্লিক করুন। তারপরেই আপনি টাকা তুলতে সক্ষম হবেন