bredcrumb

কলকাতায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান

By Manojit Maulik
| Published: Friday, December 31, 2021, 00:26 [IST]
কলকাতায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান
কলকাতায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান
1/5
কলকাতায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে জানুয়ারির ৩০ তারিখ সকালে অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান। তিনটি বিভাগ থাকছে: ২ কিলোমিটার ইউনিটি রান, ৪ কিলোমিটার ইন্টিগ্রিটি রান ও ১০ কিলোমিটার স্বাস্থ্য (এবং খুশির) রান। শিবম বালাজি ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  
কলকাতায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান
2/5
কলকাতায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে জানুয়ারির ৩০ তারিখ সকালে অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান। তিনটি বিভাগ থাকছে: ২ কিলোমিটার ইউনিটি রান, ৪ কিলোমিটার ইন্টিগ্রিটি রান ও ১০ কিলোমিটার স্বাস্থ্য (এবং খুশির) রান। শিবম বালাজি ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  
কলকাতায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান
3/5
কলকাতায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে জানুয়ারির ৩০ তারিখ সকালে অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান। তিনটি বিভাগ থাকছে: ২ কিলোমিটার ইউনিটি রান, ৪ কিলোমিটার ইন্টিগ্রিটি রান ও ১০ কিলোমিটার স্বাস্থ্য (এবং খুশির) রান। শিবম বালাজি ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  
কলকাতায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান
4/5
কলকাতায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে জানুয়ারির ৩০ তারিখ সকালে অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান। তিনটি বিভাগ থাকছে: ২ কিলোমিটার ইউনিটি রান, ৪ কিলোমিটার ইন্টিগ্রিটি রান ও ১০ কিলোমিটার স্বাস্থ্য (এবং খুশির) রান। শিবম বালাজি ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  
কলকাতায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান
5/5
কলকাতায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে জানুয়ারির ৩০ তারিখ সকালে অনুষ্ঠিত হবে আপনি রোটি ইন্টিগ্রিটি রান। তিনটি বিভাগ থাকছে: ২ কিলোমিটার ইউনিটি রান, ৪ কিলোমিটার ইন্টিগ্রিটি রান ও ১০ কিলোমিটার স্বাস্থ্য (এবং খুশির) রান। শিবম বালাজি ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X