bredcrumb

চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে

By Autri
| Published: Monday, January 31, 2022, 20:20 [IST]
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
1/10
২০১৫ সালে উৎক্ষেপিত স্পেস এক্স ফ্যালকম ৯ রকেট চাঁদে বিধ্বস্ত হবে। 
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
2/10
 বুস্টারটি ৪ মার্চ চন্দ্র পৃষ্ঠে আছড়ে পড়বে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
3/10
 প্রতি ঘন্টায় ৯ হাজার কিলোমিটারেরও বেশি গতিতে তা আছড়ে পড়বে চন্দ্রপৃষ্ঠে।
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
4/10
যেদিকে পৃথিবী তার উল্টোদিকে চাঁদের বুকে এটি ঘটবে। মহাকাশ প্রত্নতত্ত্ববিদদের কাছে এটি বেশ উত্তেজনাপূর্ণ। 
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
5/10
এই সংঘর্ষের ফলে চাঁদের অন্ধকার দিকে একটি নতুন গর্ত তৈরি হবে। 
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
6/10
 মিশনটিতে একটি রকেট, একটি প্রোব এবং তিনটি ‘বোমা’ ছিল। এতে সোডিয়াম গ্যাসের একটি মেঘ ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে পৃথিবী থেকে দুর্ঘটনাটি দেখা যায়। 
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
7/10
যদি তারা পরিকল্পনা অনুযায়ী বিস্ফোরিত হত, তাহলে তারা চন্দ্র-পৃষ্ঠের উপর ১৪৪টি মেডেলিয়ন ছড়িয়ে দিত।
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
8/10
২০১৯ সালে ইজরায়েলি বেরেশিট ল্যান্ডারের মতো অন্যান্য ক্র্যাশ মিশন হয়েছিল। 
চাঁদে বিধ্বস্ত হবে রকেট, সেই ছবি কি দেখা যাবে পৃথিবী থেকে
9/10
২০০৯ সালে জাপানি রিলে স্যাটেলাইট ওকিনার মতো বিভিন্ন মহাকাশযান স্বাভাবিকভাবেই ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং কক্ষপথের বাইরে পড়ে গেছে। 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X