bredcrumb

তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি

By Bengali Team
| Published: Friday, August 5, 2022, 16:33 [IST]
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
1/11
চিলিতে একটি সিঙ্কহোল দেখা গিয়েছে সম্প্রতি। ওই সিঙ্কহোল হঠাৎ কী গজিয়ে উঠল তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
2/11
  সিঙ্কহোলের নিকটতম বাড়িটি ৬০০ মিটার বা ১৯৬৯ ফুট দূরে। জনবহুল এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে তা গজিয়ে উঠেছে।  টিয়েররা আমারিলা পৌরসভার মেয়র ক্রিশ্চিয়ান জুনিগা বলেন, এই ঘটনা নজিরবিহীন। আমরা কারণটি স্পষ্ট করতে বলেছি।
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
3/11
ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫৬ ফুট নীচে যেখানে সিঙ্কহোলটির উৎস সেখানে প্রচুর জল রয়েছে।
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
4/11
সিঙ্কহোলটি সান্তিয়াগোর উত্তরে প্রায় ৮০০ কিলোমিটার বা প্রায় ৫০০ মাইল এলাকায় উপস্থিত ছিল। আলকাপারোসা ভূগর্ভস্ত খনির উন্নয়ন কাজ স্থগিত।
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
5/11
 ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং সার্ভিসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিঙ্কহোলটি শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
6/11
সিঙ্কখোলের চারপাশে একটা ১০০ মিটার নিরাপত্তার বেড়াজাল তৈরি করা হয়েছে।
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
7/11
 কানাডিয়ান ফার্ম লুন্ডিং মাইনিং দ্বারা পরিচালিত আলকপারোসা খনির কাছে টিয়েররা আমারিলা এলাকায় সিঙ্কহোলটিকে নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে।
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
8/11
ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সিঙ্কহোল উপর থেকে নীচ পর্যন্ত প্রায় ৬৫৬ ফুট। চওড়া ৮২ ফুট।
তামার খনির দেশে রহস্যময় সিঙ্কহোল! কী করে হল উৎপত্তি
9/11
গবেষকরা এখন তৎপর এই সিঙ্কহোল গঠনের কারণ জানতে। চিলির সরকারও তদন্ত শুরু করেছে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X