For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ডাকেও হাজির হলেন না জেলা পরিষদ সভাধিপতি, কড়া সিদ্ধান্ত নবান্নে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অনুপস্থিত রইলেন দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের সভাধিপতি। জেলা পরিষদের ১৮ জন সদস্যের মধ্যে ১১ জন এসেছিলেন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে।

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অনুপস্থিত রইলেন দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের সভাধিপতি। জেলা পরিষদের ১৮ জন সদস্যের মধ্যে ১১ জন এসেছিলেন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে। সভাধিপতি না আসায় জেলা পরিষদের সহকারী সভাধিপতিপতিকে ডেকে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার ডাকেও হাজির হলেন না জেলা পরিষদ সভাধিপতি, কড়া সিদ্ধান্ত নবান্নে

নবান্নে জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক শেষে আলাদা করে জেলা পরিষদের সহকারী সভাধিপতির সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ জন জেলা পরিষদ সদস্যের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে নির্দেশ তিনি।

সোমবার নবান্নে জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখন থেকে একা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বিধায়করা। জেলা পরিষদ, সমিতি ও পঞ্চায়েত সদস্যদেরও মতামত নিয়ে কাজ করতে হবে। তাঁদের কথাও এবার সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুত্ব সহকারে শুনতে হবে।

এতদিন নির্বাচনে টিকিট বিলির ক্ষেত্রে বিধায়ক সিদ্ধান্ত নিতেন। এবার থেকে এটা আর করা যাবে না বলে সাফ জানান মমতা। তিনি বলেন, টিকিট বিলির সিদ্ধান্তের ক্ষেত্রে জেলা পরিষদের সদস্যদের মতামত নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বিধায়কের থেকে অনেক বেশি কাজ পঞ্চায়েত স্তরে হয়। তাই তাদের গুরুত্ববৃদ্ধি করা হল।

English summary
Zila Parisad Savadhipati of South Dinajpur not appear in Mamata Banerjee’s meeting. Mamata meets with sahakari savadhipati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X