For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেককে চড় মারায় খুনের চেষ্টার মামলা দেবাশিস আচার্যর বিরুদ্ধে!

Google Oneindia Bengali News

কলকাতা, ৫ জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের গালে রবিবার সপাটে চড় মেরেছিলেন দেবাশিষ। আর তাই দেবাশিষের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনল 'তৃণমূলের' পুলিশ। অথচ 'ঘটনার প্রতিক্রিয়ায়' যে সব তৃণমূলী নেতারা দেবাশিসকে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্য কোনও অভিযোগও দায়ের হয়নি।

আগামীকাল মঙ্গলবার দেবাশিসকে তমলুক আদালতে তোলা হবে।

অভিষেককে চড় মারায় খুনের চেষ্টার মামলা দেবাশিস আচার্যর বিরুদ্ধে!

আজ সোমবার দেবাশিসকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০৭ ধারায় দেবাশিসের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা ছাড়াও ৩২৩ (স্বেচ্ছায় আঘাতের জন্য শাস্তি), ৫০৭ (অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৪৪৭ ধারায় (ফৌজদারি অনুপ্রবেশ) অভিযোগ আনা হয়েছে দেবাশিসের বিরুদ্ধে।

রবিবারদিন চণ্ডীপুরে যুব তৃণমূলের সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সপাটে ৩ টি চড় মারেন বি-টেক-এর ছাত্র দেবাশিস। এরপরেই তৃণমূলের কর্মীরা মঞ্চে উঠে দেবাশিসকে মঞ্চের উপরই মারতে শুরু করে। পরে টেনে-হিঁচড়ে নামিয়ে নেয়। তার পর শুরু হয় গণধোলাই। রক্তাক্ত দেবাশিষ হাসপাতালে শুয়ে।

আরও পড়ুন : অভিষেককে চড়, বিজেপির যুক্ত থাকার ইঙ্গিত তৃণমূলের, দাবি ওড়ালেন সিদ্ধার্থনাথ

আরও পড়ুন : তৃণমূলের সভাতেই মঞ্চে উঠে মমতার ভাইপোকে সপাটে চড়

এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। তিনি বলেন, অভিষেককে চড় মেরেছে বলে দেবাশিষকে গ্রেফতার করা হল অথচ যারা দেবাশিসকে মেরে লাট করে দিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হল না। এরা ক্ষমতার দম্ভে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। ভুলে যাচ্ছে, মজিদ মাস্টার এলাকায় ঢুকতে পারছে না। অন্য দল ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারি, জ্যোতিপ্রিয় মল্লিকরাও তো এলাকায় ঢুকতে পারবে না।

এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দেবাশিসের পাশে দাঁড়িয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, দেবাশিস গণতন্ত্রের পথে না গিয়ে হিংসার পথ নিয়ে অন্যায় করেছে। তবে যেভাবে তৃণমূলের অন্যায় দেবাশিসকে আইনি যে কোনও ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত তিনি।

অন্যদিকে আইনজীবী অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "যে অভিষেককে চড় মেরেছে সে নিশ্চয়ই অন্য়ায় করেছে। কিন্তু তারপর যারা ওকে অমানবিকভাবে গণধোলাই দিল তাদের অন্যায় আরও গুরুতর। এতো খুনের চেষ্টার শামিল।"

English summary
Youth who slapped Mamata Banerjee's nephew charged with attempt to murder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X