For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন! শিকার শাসকদলের এই যুবনেতাও

রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে, তাই অন্যরা কেই মনোনয়ন জমা দিতে পারেনি। যুব তৃণমূলের হলদিয়া ব্লক সভাপতি অনুপকুমার পাঁজার এই ফেসবুক পোস্টকে ঘিরে সরগরম জেলা তথা রাজ্যের রাজনীতি।

  • |
Google Oneindia Bengali News

রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে, তাই অন্যরা কেই মনোনয়ন জমা দিতে পারেনি। যুব তৃণমূলের হলদিয়া ব্লক সভাপতি অনুপকুমার পাঁজার এই ফেসবুক পোস্টকে ঘিরে সরগরম জেলা তথা রাজ্যের রাজনীতি। সূত্রের খবর, শোরগোল পড়েছে শাসকদলের অন্দরে।

রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন! শিকার শাসকদলের এই যুবনেতাও

২০১৪ সাল থেকে হলদিয়া ব্লকে যুব তৃণমূল সভাপতির দায়িত্বে রয়েছেন অনুপকুমার পাঁজা। এহেন দায়িত্ব সামলেও, সোশ্যাল মিডিয়ায় কেন ক্ষোভ, এই প্রশ্নের উত্তর অনুপ দিয়েছেন সরাসরি। সূত্রের খবর অনুযায়ী, তাঁর অভিযোগ, হলদিয়া ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে গিয়ে দলের একাংশকে হেনস্থা করেছে অন্য অংশ। দলের প্রভাবশালী একটা অংশ এই হেনস্থার পিছনে রয়েছে বলে অভিযোগ তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া ব্লক তৃণমূল সভাপতি রামচন্দ্র জানার সঙ্গে প্রার্থী মনোনয়ন নিয়ে বিরোধ চলছে অনুপ পাঁজার। অনুপ পাঁজার শিবিরের লোকজনকে প্রার্থী করা হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, অনুপ পাঁজার লোকজন মনোনয়ন তুলতে গেলে রাস্তায় তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

ভোটপর্ব শুরু হওয়ার মুখে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, রণে, বনে, জলে, জঙ্গলে বীরভূমের পথে পথে দাঁড়িয়ে 'উন্নয়ন'। সেই 'উন্নয়ন'কে দেখেই জেলার ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা মনোনয়ন জমা দিতে যাবেন না। হয়েছেও তাই। বীরভূম জেলা পরিষদের ৪২ আসনের সবকটিতেই সরাসরি জিতে গিয়েছে তৃণমূল।

English summary
Youth TMC leader from East Midnapur criticises in Social Media on Panchayat nomination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X