কাঁকিনাড়ায় দেহ, বারাসতে ট্রেনের কামরায় মিলল যুবকের মুণ্ড! বীভৎস ঘটনায় চাঞ্চল্য
ফের রাজ্যের বুকে এক বীভৎস ঘটনায় শুরু হয়েছে চাঞ্চল্য। কাঁকিনাড়া রেলগেটের কাছে এক যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে ত্রস্ত গোটা এলাকা। এরপর ট্রেনের কামরা থেকে মেলে ওই যুবকের কাটা মুণ্ড। স্বভাবতই এই নৃশংস ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রের খবর, বুধবার কাঁকিনাড়ার ২৯ নম্বর রেল গেটের কাছ থেকে উদ্ধার হয় যুবকের মুণ্ডহীন দেহ। এরপরই তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় যে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা । মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয় একটি ফুচকার ঝুড়ি । ফলে পুলিশের অনুমান, ওই ব্যক্তি দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন কোনও কারণে, আর তার জেরেই লুঠপাটের উদ্দেশ্য নিয়ে এমন খুন। এদিকে, কাঁকিনাড়ায় যে ব্যক্তির দেহ মিলেছে, তাঁর মুণ্ড উদ্ধার হয়েছে বারসতে ট্রেনের একটি কামরা থেকে। উদ্ধার হওয়া মুণ্ড দেখে পুলিশের অনুমান , তা কাঁকিনাড়ার খুনের ঘটনার সঙ্গেই সম্পর্কিত।
এরপর পুলিশি তদন্তের জেরে জানান যায়, মৃত যুবকের নাম লাল প্রসাদ। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িতে তা এখনও ধন্দে রেখেছে পুলিশকে। চলছে জিজ্ঞাসাবাদ।পুলিশের দাবি, খুব শিঘ্রই আততায়ীরা গ্রেফতার হবে।