জল নিয়ে বচসার জের! লিলুয়ায় যুবক খুন
জল নিয়ে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ এক যুবককে। মৃতের নাম চন্দন সিং। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়া এলাকায়। জানা গিয়েছে, দিন কয়েক আগে লিলুয়া রেল কলোনি এলাকায় চন্দনের সঙ্গে বচসা বেধেছিল এলাকার কয়েকজন যুবকের। তার জেরেই এই খুন বলে প্রথামিক অনুমান পুলিশের।

হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার ( উত্তর) অমিত সিং রাঠোর জানিয়েছেন, এই খুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খুব তাড়াতাড়ি ধরা হবে।
জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন কয়েকজন। সেই সময় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন চন্দন। রাস্তায় জমে থাকা জল ওই যুবকদের গায়ে
লাগে। তারা অভিযোগ করে, চন্দন ইচ্ছা করে জল ছিটিয়ে দিয়েছে। এ নিয়ে বচসা শুরু হয় তাদের মধ্যে। তাকে হুমকি দেওয়া হয়। থানায় অভিযোগও দায়ের করা হয়। আরও জানা গিয়েছে, এদিন ওই বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়ার জন্য ডাকা হয়েছিল চন্দনকে। সেখানে তাকে খুন করা হয়েছে ।
পুরানো কোনও শত্রুতার জেরে এই খুন কি না তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।