For Quick Alerts
For Daily Alerts
অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আলিপুরদুয়ারে ধৃত যুবক
অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আলিপুরদুয়ারের জয়গাঁ থানার দলসিংপাড়া এলাকা থেকে এক যুবককে পাকড়াও করে। ওই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন সশস্ত্র সীমাবলের ৫৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা কারতুজ।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার আটপুকুরির বাসিন্দা আজিজুল ইসলামকে আটক করে এসএসবি। কি কারণে ওই যুবক অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।