For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতে হাতে অপারেশন, সকালে মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ

রায়গঞ্জের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। যুবকের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ করতে থাকে স্থানীয় বাসিন্দারা

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

রায়গঞ্জের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। যুবকের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ করতে থাকে স্থানীয় বাসিন্দারা উত্তেজনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মানুষ। মৃত যুবকের নাম দেবাশিস রায়(২০)৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ
তুলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবির পাশাপাশি নার্সিংহোমের লাইসেন্স বাতিল করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

রাতে হাতে অপারেশন, সকালে মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ মে রায়গঞ্জের বোগ্রামের বাসিন্দা বিধানচন্দ্র রায়ের ছেলে দেবাশিসের মোটরবাইক দুর্ঘটনায় ডান হাতটি ভেঙে যায় । তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক আসরাফুল হকের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয় ৷ পরিবারের অভিযোগ, চিকিৎসক আসরাফুল হক দেবাশিসের পরিবারকে বলে অন্য কোনও বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য বলেন । মঙ্গলবার বিকেলে দেবাশিসের পরিবার রায়গঞ্জ শহরের উত্তর কলেজপাড়ার
নার্সিংহোমে ভর্তি করেন। রাতেই দেবাশিসের অপারেশন করেন চিকিৎসক আসরাফুল হক। বুধবার ভোররাতে হটাৎই মৃত্যু হয় বছর কুড়ির যুবক দেবাশিসের। মৃত্যুর খবর জানাজানি হতেই উত্তেজনার ছড়িয়ে পড়ে।

রাতে হাতে অপারেশন, সকালে মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ

চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে শাস্তির দাবিতে নার্সিংহোম সংলগ্ন এলাকায় থাকা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃত যুবক দেবাশিসের বাবা বিধানচন্দ্র রায়ের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবির জানিয়েছে পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবিও তোলে পরিবার । স্থানীয় বাসিন্দারা চিকিৎসার শাস্তির দাবিসহ ই নার্সিংহোমের লাইসেন্স বাতিলের দাবি তুলে সরব হয়েছেন। পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন ওই নার্সিংহোমের মালিক পূর্ণেন্দু দে।

English summary
Youth allegedly died due to medical negligence Raigunge's Nursing Home. The name of the youth isDebashis Roy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X