For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশ্য রাস্তায় যুবককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা, শুটআউটের পর দেহলোপাট

ফের শুট আউটের ঘটনা রাজ্যে। জয়নগরের ভয়ঙ্কর কাণ্ডের ঘা এখনও দগদগে, এরই মধ্যে আসানসোলের কুলটিতে ঘটল শুটআউটের ঘটনা।

  • |
Google Oneindia Bengali News

ফের শুট আউটের ঘটনা রাজ্যে। জয়নগরের ভয়ঙ্কর কাণ্ডের ঘা এখনও দগদগে, এরই মধ্যে আসানসোলের কুলটিতে ঘটল শুটআউটের ঘটনা। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করতেই সময় লেগে গেল ১৫ ঘণ্টারও বেশি সময়। সোমবার সন্ধ্যায় শুটআউটের ঘটনা ঘটে, পাশের গ্রাম থেকে যুবকের দেহ উদ্ধার হয় মঙ্গলবার সকালে।

কুলটির চিনাকুড়ি ২ নম্বর এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক বাইক আরোহীকে অনুসরণ করছিল কয়েকজন যুবক। বাজারের সামনো এসে চারদিক থেকে বাইকটিকে ঘিরে ফেলে তারা। এরপরই বাইক থামিয়ে গুলি বৃষ্টি করা হয়। ঝাঁঝরা হয়ে যায় ওই যুবক। সেই অবস্থায় রক্তাক্ত যুবককে নিয়ে নিমেষের মধ্যে তারা পালিয়ে যায়।

প্রকাশ্য রাস্তায় যুবককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা, শুটআউটের পর দেহলোপাট

মাত্র কয়েক মিনিটের অপারেশন। এই ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। চোখের সামনেই এই খুন হতে দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে কাঁপতে থাকেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। চাপ তাপ রক্ত পড়ে থাকলেও মৃতদেহ নেই। কে খুন, হল, কারা খুন করল, কেন খুন, সবই ধোঁয়াশা।

ঘটনাস্থলে পড়েছিল বাইকটি। সেই বাইকটি বাজেয়াপ্ত করা হয়। বাইকের নম্বর প্লেট ধরেই শুরু হয় তদন্ত। পুলিস জানতে পারে বাইকটি এলাকার যুবক সঞ্জিত পাসোয়ানের। তবে বাইকটি সঞ্জিত চালাচ্ছিল, নাকি অন্য কেউ চালাচ্ছিল তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ এরপর মৃতদেহের খোঁজে তল্লাশি শুরু করে। মঙ্গলবার সকালে চিনাকুড়ির পাশের গ্রাম ভালাডি থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। দেহটি আসানসোল হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে ওই যুবকের পরিচয়, কারা তাঁকে খুন করল, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

English summary
Young man is brutal murder in shootout on street at Asansole. The body is hijacked after murder,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X