For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশের ৫ শহরে লকডাউনের সুপারিশ হাইকোর্টের, নারাজ যোগী সরকার

উত্তরপ্রদেশেও করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। তার পরিপ্রেক্ষিতে সোমবার এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের পাঁচটি শহরে লকডাউন করার নির্দেশ নির্দেশে দিয়েছে। যদিও সেই নির্দেশকে স্বীকার করতে নারাজ যোগী সরকার।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশেও করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। তার পরিপ্রেক্ষিতে সোমবার এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের পাঁচটি শহরে লকডাউন করার নির্দেশ নির্দেশে দিয়েছে। যদিও সেই নির্দেশকে স্বীকার করতে নারাজ যোগী সরকার। যোগী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা হাইকোর্টের ওই নির্দেশ প্রয়োগ করবে না।

উত্তরপ্রদেশের ৫ শহরে লকডাউনের সুপারিশ হাইকোর্টের, নারাজ যোগী

এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে উত্তরপ্রদেশে যেভাবে করোনা বাড়ছে, তাতে এখনই লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর, গোরক্ষপুরে লকডাউন করা উচিত। রাজ্যের তরফে জানানো হয়েছে, তারা এই আদেশটি প্রয়োগ করবে না। আদালত বলেছে, কারণ মহামারীটি প্রয়াগরাজ, লখনউ, বারাণসী, কানপুর এবং গোরক্ষপুরের মতো শহরে বাড়ছে। তবু জীবন এবং জীবিকার স্বার্থে লকডাউন মানা যাচ্ছে না।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজারের বেশি নতুন সংক্রমিত হয়েছে। তার ফলে আদালত কড়া অনুশাসন মেনে চলারও পরামর্শ দিয়েছে। সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড এবং স্থাপনাগুলি স্থগিত রাখার পরামর্শ দান করেছে আদালত। আদালত পুরো রাজ্য জুড়ে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকেও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শপিংমল, দোকানদানি, হাট-বাজারও বন্ধ রাখা উচিত। আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প ও বৈজ্ঞানিক স্থাপনা, পাবলিক ট্রান্সপোর্টের মতো প্রয়োজনীয় পরিষেবা ব্যতীত সরকারি বা বেসরকারি সকল অফিসও বন্ধ করে দেওয়া উচিত।

হাইকোর্ট লকডাউনের সময় বিবাহাদি অনুষ্ঠান ও সামাজিক কাজকর্মে সমাবেশ স্থগিত রাখার কথা বলেছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যাতীত সমস্ত সামাজিক অনুষ্ঠান মুলতুবি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট অঞ্চলের করোনা পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। অনুমতি মিললেও উপস্থিতির সংখ্যা ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

English summary
Yogi government refuses to impose High Court’s order about lockdown in UP’s five cities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X