For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী হয়ে ধরনায় বসা গণতন্ত্রের কাছে বড়ই লজ্জার! যোগী হানলেন মোক্ষম তোপ

বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চড়া সুরে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চড়া সুরে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী হয়ে ধরনায় বসা গণতন্ত্রের কাছে বড় লজ্জার। সেটাই ঘটল বাংলায়। রায়গঞ্জ-বালুরঘাট-বাঁকুড়ার সভা বাতিল হওয়ার পর পুরুলিয়া থেকে তোপ দাগলেন যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী হয়ে ধরনায় বসা গণতন্ত্রের কাছে বড়ই লজ্জার! যোগী হানলেন মোক্ষম তোপ

মঙ্গলবার পুরুলিয়ার সভায় আসার জন্য সড়ক পথ ধরেন যোগী। ঝাড়খণ্ডে হেলিকপ্টার থেকে নেমে তিনি পুরুলিয়ায় আসেন সড়কপথে। এরপর পুরুলিয়ার সভা থেকে তিনি আক্রমণ হানেন মমতার সরকারকে। তিনি বলেন, মমতার জমানায় ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন এগিয়ে যাচ্ছে দেশ, তখন বাংলা পশ্চাদমুখী। বাংলাকে উন্নয়নমুখী করতে, নতুন বাংলা গড়তে পরিবর্তন জরুরি।

[আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিলেন সিনে জগতের জনপ্রিয় মুখ শিল্পা, রাজনীতিতে বাড়ছে 'চকোলেট ফেস' ][আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিলেন সিনে জগতের জনপ্রিয় মুখ শিল্পা, রাজনীতিতে বাড়ছে 'চকোলেট ফেস' ]

যোগী এদিন বলেন, বাংলাকে টাকা দিচ্ছে কেন্দ্র। কিন্তু সেই টাকা বাংলায় মানুষ পাচ্ছেন না। কেন্দ্রের পাঠানো সব টাকা খেয়ে নিচ্ছেন তৃণমূলের গুন্ডারা। উত্তরপ্রদেশে এসপি-বিএসপি গুন্ডাদের শায়েস্তা করেছি, এবার বাংলায় তৃণমূলের গুন্ডাদের শায়েস্তা করতে হবে। তবেই রাজ্য বাঁচবে, দেশ এগিয়ে যাবে।

[আরও পড়ুন: নতুন নাম চাচা নীতীশ আর মুকুল রায়ের! মমতার ধরনা মঞ্চ থেকে কারণ জানালেন তেজস্বী][আরও পড়ুন: নতুন নাম চাচা নীতীশ আর মুকুল রায়ের! মমতার ধরনা মঞ্চ থেকে কারণ জানালেন তেজস্বী]

তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে তিনি বলেন, বাংলায় অগণতান্ত্রিক-অনৈতিক সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই এ রাজ্যে সিবিআইকে ঢুকতে দিতে চাইছেন না। তবে তা বুমেরাং হয়ে ফিরবে, তার জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ বলেন, বাংলায় যেদিন বিজেপি সরকার আসবে, সেদিন সবার আগে তৃণমূলের গুন্ডাদের বাংলা থেকে তাড়াব। সোনার বাংলায় তাঁদের কোনও জায়গা হবে না।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের আগে বাংলায় নয়া সমীকরণের জল্পনা, রাহুলের উদ্যোগে আশার আলো][আরও পড়ুন:লোকসভা নির্বাচনের আগে বাংলায় নয়া সমীকরণের জল্পনা, রাহুলের উদ্যোগে আশার আলো]

English summary
Yogi Adityanath criticizes Mamata Banerjee’s dharna as a CM. He says from Purulia’s rally that it is shame of democracy,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X