For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বিরাট ভাঙন! গত নির্বাচনের প্রার্থীর নেতৃত্বে তৃণমূলে যোগদান হিড়িক মহিলাবাহিনীর

বিজেপিতে বিরাট ভাঙন! গত নির্বাচনের প্রার্থীর নেতৃত্বে তৃণমূলে যোগদান হিড়িক মহিলাবাহিনীর

Google Oneindia Bengali News

২০২০ তো করোনা করোনা করেই কেটে যাবে, তারপর বছর ধুরলেই ২০২১-এর বিধানসভা ভোট। এই ভোটকে পাখির চোখ করে এলাকায় এলাকায় ঘর গুছিয়ে নিতে চাইছে সব দলই। করোনা আবহেও থেমে নেই দলবদল। তৃণমূল শক্তি প্রদর্শন করেই চলেছে বিজেপিকে ভেঙে। পূর্ব মেদিনীপুর-হুগলির পর এবার হাওড়ায় তৃণমূল ভাঙল বিজেপিকে।

বিজেপি ছেড়ে পাঁচ হাজার কর্মী তৃণমূলে!

বিজেপি ছেড়ে পাঁচ হাজার কর্মী তৃণমূলে!

হাওড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় পাঁচ হাজার কর্মী-সমর্থক। রবিবার সন্ধ্যায় এই দলবদলের অনুষ্ঠান হয় হাওড়া তৃণমূল সদর কার্যালয়ের সামনে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়।

বিজেপি প্রার্থীর নেতৃত্বে তৃণমূলে মহিলারা

বিজেপি প্রার্থীর নেতৃত্বে তৃণমূলে মহিলারা

এদিন যোগদান পর্বের পর অরূপ রায় বলেন, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই এঁরা দল ছাড়লেন। এবার থেকে তৃণমূলের নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে এরা দল করবে। হাওড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মহিলারা এদিন তৃণমূলে যোগ দেন। গত নির্বাচনের বিজেপি প্রার্থী তারা বেগমে নেতৃত্বে মহিলা কর্মী-সমর্থকরা দলে যোগ দেন।

 শ্রীরামপুরে তৃণমূল পতাকা ধরলেন শতাধিক নেতা-কর্মী

শ্রীরামপুরে তৃণমূল পতাকা ধরলেন শতাধিক নেতা-কর্মী

২০২১-এর আগে বিজেপি-সহ বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে হুগলির শ্রীরামপুরে তৃণমূল পতাকা ধরলেন শতাধিক নেতা-কর্মী। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে রাজনৈতিক কর্মীরা ভিড়লেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের যোগদানে হুগলির শ্রীরামপুরে শক্তিবৃদ্ধি হল তৃণমলের।

তৃণমূলের শক্তিবৃদ্ধি পূর্ব মেদিনীপুরেও

তৃণমূলের শক্তিবৃদ্ধি পূর্ব মেদিনীপুরেও

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের নেতা হাবিবুর রহমানের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন শতাধিক নেতা-কর্মী। তৃণমূলের শক্তি বাড়িয়ে হাবিবুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই এঁরা তৃণমূলে যোগ দিলেন। মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়ন ঘটাতেই এঁরা বিরোধী শিবির ছেড়ে তৃণমূলের ছত্রছায়ায় এলেন।

লাদাখ জুড়ে কোভার্ট অপারেশন! বিজেপি নেতা রাম মাধবের পোস্ট ডিলিট ঘিরে জল্পনা লাদাখ জুড়ে কোভার্ট অপারেশন! বিজেপি নেতা রাম মাধবের পোস্ট ডিলিট ঘিরে জল্পনা

English summary
Women workers about 5000 are joined in TMC in Howrah to break BJP before 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X