For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার পঞ্চম দফায় মহিলা ভোটারদের যোগদান নজরকাড়া, হাওয়া জোগাবে কার পালে

বাংলার বিধানসভা নির্বাচনে পঞ্চম পর্বের ভোটগ্রহণ সম্পন্ন হয়ে গেল শনিবার। এবারের পর্বে মহিলা ভোটারদের যোগদান ছিল রেকর্ডসংখ্যক। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, সন্ধ্যা ৫টা পর্যন্ত ৭৮.৩৬ শতাংশ ভোট পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

বাংলার বিধানসভা নির্বাচনে পঞ্চম পর্বের ভোটগ্রহণ সম্পন্ন হয়ে গেল শনিবার। এবারের পর্বে মহিলা ভোটারদের যোগদান ছিল রেকর্ডসংখ্যক। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, সন্ধ্যা ৫টা পর্যন্ত ৭৮.৩৬ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৫০ শতাংশের বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলার পঞ্চম দফায় মহিলা ভোটারদের যোগদান নজরকাড়া

শনিবার ৬টি জেলায় মোট ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ১৫,৭৮৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। করোনায় দুই প্রার্থীর মৃত্যুর পরে সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কয়েকটি বিছিন্ন অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে। তবে চতুর্থ দফার মতো রক্ত ঝরেনি এবার।

এদিন বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে মহিলাদের অগ্রণী ভূমিকা নিতে। কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের অভিযোগ উঠেছে। সেখানে প্রতিরোধ করেছে মহিলারা। মহিলারা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছে। এছাড়া বহু বুথে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। ক্ষোভ-বিক্ষোভেও সামনের সারিতে মহিলারা।

তৃণমূল ও বিজেপি- এবার দু-পক্ষই মহিলাদের টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেস তো আশাবাদী মহিলাদের অন্তর্ভুক্তি নিয়ে। মহিলা ভোটাররাই তৃণমূলকে এবারের লড়াইয়ে এগিয়ে রাখবে বলে অনেক বিশেষজ্ঞ অভিমত পোষণ করেছেন। আবার বিজেপিও মহিলা ভোটারদের প্রভাবিত করছেন। তাদেরও টার্গেট মহিলা ভোটারদের নিজেদের দিকে টানা।
মহিলারা এবার কাদের পালে হাওয়া জোগায়, সেদিকে নজর রাজনৈতিক মহলের। দু-পক্ষেরই দাবি, তাঁরা মহিলা সুরক্ষায় সবথেকে ভালো কাজ করেছে। ইস্তেহারে মহিলাদের জন্য আরও কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অতএব মহিলারা তাদের দিকেই থাকবে। পঞ্চম দফার ভোটে মহিলাদের এই বিশাল যোগদান কার শক্তি জোগায়, তা বুঝতে অপেক্ষা ২ মে-র।

English summary
Women voters participate too many in fifth phase of West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X