For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পানিহাটিতে তর্পণ করতে এসে তলিয়ে যেতে যেতে রক্ষা মহিলার

উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি বারোমন্দির গঙ্গার ঘাটে তর্পণ করতে এসে তলিয়ে যাচ্ছিলেন অলোকা দাস নামে বছর ৪৫ এর এক মহিলা।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি বারোমন্দির গঙ্গার ঘাটে তর্পণ করতে এসে তলিয়ে যাচ্ছিলেন অলোকা দাস নামে বছর ৪৫ এর এক মহিলা। তিনি সোদপুরেরই বাসিন্দা। শেষ পর্যন্ত কোনওমতে প্রাণে বাঁচলেন তিনি।

পানিহাটিতে তর্পণ করতে এসে তলিয়ে যেতে যেতে রক্ষা মহিলার

ওই ঘাটেই তখন স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে বিশ্রাম করছিলেন হ্যাম রেডিওর রাজ্য সম্পাদক অম্বরীশ নাগ। তাঁর নজরে আসতেই স্ত্রীর হাতে নিজের ঘড়ি, মোবাইল ও মানিব্যাগ দিয়েই মুহূর্তের মধ্যেই গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন তিনি। জীবনে ঝুঁকি নিয়ে অনেক কষ্টে অলোকা দাসকে উদ্ধার করে পাশের ঘাটে তুলে আনেন অম্বরীশবাবু।

পানিহাটিতে তর্পণ করতে এসে তলিয়ে যেতে যেতে রক্ষা মহিলার

[আরও পড়ুন:কলকাতার ঘাটে ঘাটে তর্পণের ভিড়, পিছিয়ে নেই জেলাও, মর্ত্যে আগমন দেবীর][আরও পড়ুন:কলকাতার ঘাটে ঘাটে তর্পণের ভিড়, পিছিয়ে নেই জেলাও, মর্ত্যে আগমন দেবীর]

গঙ্গার ঘাটে তর্পণ করতে আসা পূর্ণার্থীদের অভিযোগ ওই ঘাটে কর্তব্যরত পুলিশ কর্মীরা তখন ঘাটের বাইরে খবরের কাগজ পড়তে মত্ত। ঘাটে ছিলেন না সিভিল ডিফেন্সের কোন কর্মীরাও। গঙ্গায় তর্পণ চলাকালীন প্রত্যেক জনবহুল ঘাটে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা নৌকা নিয়ে প্রস্তুত থাকার কথা।

[আরও পড়ুন: আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় দূর্গা-আরাধনার আগমনী ][আরও পড়ুন: আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় দূর্গা-আরাধনার আগমনী ]

তবে এদিন ব্যারাকপুর শিল্পাঞ্চলে তা ছিল হাতে গোনা কয়েকটি ঘাটেই। ঘটনার পর অম্বরীশ নাগের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

[আরও পড়ুন: 'সময়ের' আগেই শুরু! কেন এই তর্পণ, কী বলছে পুরাণ][আরও পড়ুন: 'সময়ের' আগেই শুরু! কেন এই তর্পণ, কী বলছে পুরাণ]

English summary
Woman survived drowning in Ganga ghat of North 24 Paraganas Panihati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X