For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লুটের পর মহিলা যাত্রীকে ট্রেন থেকে ঠেলে ফেলার অভিযোগ হাওড়া লাইনে

লুটের পর মহিলা যাত্রীকে ট্রেন থেকে ঠেলে ফেলার অভিযোগ হাওড়া লাইনে

  • |
Google Oneindia Bengali News

লুট করে এক মহিলা যাত্রীকে ট্রেনের কামরা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। হাওড়া থেকে মেচেদাগামী লোকাল ট্রেনের কামরা থেকে ওই মহিলাকে ঠেলে ফেলে দেওয়া হয়। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে টিকিয়াপাড়া ও দাশনগর স্টেশনের মাঝে। মল্লিকা সিংহ নামের এই মহিলা ভর্তি হাওড়া হাসপাতালে। মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়।

লুটের পর মহিলা যাত্রীকে ট্রেন থেকে ঠেলে ফেলার অভিযোগ হাওড়া লাইনে

জানা গিয়েছে যে রবিবার রাতে তিনি মেচেদা গামী লোকাল ট্রেনে করে আসছিলেন। যে কামরায় তিনি ছিলেন তা ছিল প্রায় ফাঁকা। ট্রেন ছাড়ার পর তার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। টাকা গহনা লুট করে তারা। মহিলা তাদের বাধা দিলে তাকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়।

উল্লেখ্য যে গত শুক্রবার হাওড়া ও বর্ধমান স্টেশনের মাঝে, হুগলি জেলা র কোন্নগর এলাকার কাছে দুই হকার ঠেলে ফেলে দেয় শুভ্র জ্যোতি পাল নামের এক ছাত্রকে। তার বাড়ি বীরভূম জেলার নলহাটি এলাকাতে। হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি যাচ্ছিল সে। বসে ছিল ট্রেনের দরজার কাছে। সেই সময়ে দুই হকারের মধ্যে গন্ডগোল হয়। তারা এই সময় ঠেলে ফেলে দেয় শুভ্র জ্যোতি পালকে। মৃত্যু হয়েছে তার।

এই দিকে এর আগেও হাওড়া খড়গপুর সেকশনে চলন্ত ট্রেনে লুটের ঘটনা ও মহিলা যাত্রীদের ঠেলে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কারা জড়িত তাদের খোঁজ চলছে বলে জানিয়েছেন রেলের পুলিশ আধিকারিকরা।

English summary
Woman snatched and pushed from train in Mecheda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X