For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বামীকেই ফের বিয়ের ছক! নেপথ্যের কারণ সামনে আসতেই বিজেপি নেতা বিতর্কে

বিজেপির আদিবাসী নেতার গুণকীর্তি সামনে এসে গেল। রাজ্যজুড়ে যখন কাটমানি বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন ‘রূপশ্রী’র টাকা হাতাতে অভিনব ছক ফাঁস হয়ে গেল বিজেপি নেতার।

Google Oneindia Bengali News

বিজেপির আদিবাসী নেতার গুণকীর্তি সামনে এসে গেল। রাজ্যজুড়ে যখন কাটমানি বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন 'রূপশ্রী'র টাকা হাতাতে অভিনব ছক ফাঁস হয়ে গেল বিজেপি নেতার। রূপশ্রীর ২৫ হাজার টাকার জন্য বিয়ে লুকিয়ে ফের বিয়ে করতে গিয়ে ধরা পড়ে গেলেন দম্পতি। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের গলসিতে।

স্বামীকেই ফের বিয়ের ছক! নেপথ্যের কারণ সামনে আসতেই বিজেপি নেতা বিতর্কে

গলসি দু-নম্বর ব্লকের সাহেবডাঙা গ্রামের রাসমণি কিস্কু। তাঁর স্বামী বিজেপির আদিবাসী মোর্চা নেতা ভোলা কিস্কু। উভয়ে মিলে ছক কষেছিল পুনরায় বিয়ে করার। তাঁদের বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে। তিন বছরের এক কন্যা সন্তানও রয়েছে তাঁদের। তা সত্ত্বেও বিয়ের পরিকল্পনা করে ধরা পড়ে গেলেন।

নিজের স্বামী ও কন্যা সন্তানকে লুকিয়ে তিনি আবেদন করেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকার। আবেদনপত্র জমা পড়ার পর স্ক্রুটনি করতে গিয়েই ধরা পড়ে গেল রাসমণির চাতুরি। জালিয়াতি ফাঁস হয়ে যাওয়ার পর মুচলেকা দিয়ে কোনওরকমে ছাড় পেলেন তিনি। বিডিও জানান প্রথমবার বিয়ের ক্ষেত্রেই এমন সুবিধা পাওয়া যায়। তরুণী স্বীকোরেক্তির পর মুচলেকা নিয়ে আবেদন বাতিল করা হয়েছে।

রাসমণি বলেন, তাঁরা কোনও জালিয়াতি করতে চাননি। অনিচ্ছাকৃত ভুল থেকেই এই আবেদন বলে তিনি জানান। তাঁর দাবি, নিয়মটা তিনি জানতেন না। তাঁর স্বামী ভোলা টুডু বলেন, তাঁরা বাড়ির অমতে বিয়ে করেছিলেন। এবার অনুষ্ঠানা করে বিয়ে হচ্ছে তাঁদের। আগামী ১৬ আগস্ট তাদের বিয়ে। তাই আবেদন করেছিলেন রূপশ্রীর।

[আরও পড়ুন:কণ্ঠে 'বড় আশা করে এসেছি গো...' গান, জনসংযোগে বিভোর গৌতম যেন ঘরের ছেলে][আরও পড়ুন:কণ্ঠে 'বড় আশা করে এসেছি গো...' গান, জনসংযোগে বিভোর গৌতম যেন ঘরের ছেলে]

English summary
Woman plans to marry her husband again to get Rupashree’s money. BJP’s tribal leader is in controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X