যুবকের আত্মহত্যায় দায়ে অভিযুক্ত মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর অভিযোগ
এক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর তার সাথে মনোমালিন্যের জেরে এক যুবক আত্মহত্যা করেছেন। এই অভিযোগ করে ওই বিবাহিতা মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়েছে। আতঙ্কে ভুগছেন এই মহিলা। তাকে আপাতত থানার মধ্যে রাখা হয়েছে। ন্যক্কারজনক এই ঘটনা ঘটে বীরভূম জেলার নানুর এলাকায়। নানুরের পুলিশ জানায় যে তারা পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে।

নানুর এলাকার এই বিবাহিতা মহিলা গ্রামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জরিযে পড়েন। তা নিয়ে তার পরিবারের মধ্যে অশান্তি হয়। ওই যুবকের সঙ্গেও মনোমালিন্য হয়েছে এই মহিলার। তার জেরে এই যুবক বৃহস্পতিবার আত্মহত্যা করে। গ্রামের লোকজন অভিযোগ করেন যে এই মহিলার জন্যই আত্মহত্যা করেছে ওই যুবক।
তার পর শুক্রবার গ্রামে একটি সালিশি সভায় ডাকা হয়। তারপর এই মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়েছে। উলঙ্গ অবস্থা তে যখন তিনি গ্রামে ঘুরছিলেন তখন তা দেখতে বাধ্য হয় গ্রামের বাসিন্দা ও মহিলারা। পরে এই মহিলা কে পুলিশ এসে নিয়ে যায়। কেন এই ধরনের লজ্জাজনক কাজ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার অনেকেই।