তারকেশ্বরে পুণ্য করতে যাওয়ার পথে পদপিষ্ট, মৃত এক

শ্রাবণ মাস উপলক্ষে ফি বছরই থিকথিকে ভিড় হয় তারকেশ্বরে। সেখানে যাওয়ার রাস্তাগুলিও ভিড়ে ঠাসা থাকে। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত একটা নাগাদ কামারকুণ্ডু রেলগেট বন্ধ ছিল। কখন গেট খুলবে, এই অপেক্ষায় অগণিত লোক অপেক্ষা করছিল। গেট খুলতে সবাই ধাক্কাধাক্কি করে এগোতে চেষ্টা করেন। এ সময় দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এর জেরে বিদ্যুতের একটি তার ছিঁড়ে গিয়ে গিয়ে পড়ে যায় ও তার থেকে আগুন বেরোতে থাকে। এটা দেখে মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে দেয়। অবস্থা আরও খারাপ হয় পুলিশের বাড়াবাড়িতে। তারা ভিড় সামলাতে লাঠি উঁচিয়ে তাড়া করে। দৌড়তে গিয়ে পড়ে যান মাঝবয়সী এক মহিলা। হাজার হাজার লোক তাঁকে মাড়িয়ে চলে যায়। ওই মহিলার নাক-মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে। ঘটনাস্থলেই তিনি মারা যান। জখম হন আরও অন্তত ৪৫ জন।
গোটা শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরগামী ট্রেন, বাস, রাস্তায় এত ভিড় হয় যে, মানুষজনের ত্রাহি মধুসূদন অবস্থা হয়। আর এ ধরনের ভিড়ে একটুতেই বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। সেটাই হয়েছে কামারকুণ্ডুতে।