For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেদিনীপুরে সদ্যজাত সন্তানকে নিয়ে মাঝনদীতে পড়লেন মহিলা

সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে গাড়ি সহ নদীতে পড়ে গেলেন এক মহিলা।

  • |
Google Oneindia Bengali News

সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে গাড়ি সহ নদীতে পড়ে গেলেন এক মহিলা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেররা এলাকায় ট্যাবাগেড়ার কাছে কনসাবতী নদীর ওপর এই ঘটনা। যদিও স্থানীয় মানুষদের সাহায্যে বেঁচে গিয়েছেন ওই মহিলা ও তার পাঁচ দিনের শিশু কন্যা।

মেদিনীপুরে সদ্যজাত সন্তানকে নিয়ে মাঝনদীতে পড়লেন মহিলা

সদ্যজাত কন্যা সন্তান কে নিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে গাড়ি সহ নদীতে পড়ে গেলেন এক মহিলা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেররা এলাকায় ট্যাবাগেড়ার কাছে কনসাবতী নদীর ওপর এই ঘটনা। যদিও স্থানীয় মানুষদের সাহায্যে বেঁচে গিয়েছেন ওই মহিলা ও তার পাঁচ দিনের শিশু কন্যা।

ডেবরার লোয়াদা ও ট্যাবাগেড়ার মাঝে আছে কনসাবতী নদী। এই নদীর ওপর বামফ্রন্ট সরকারের আমলে একটি ব্রিজ তৈরির কাজ শুরু হয়।ব্রিজ তৈরি করা হলেও অ্যাপ্রোচ রোড না হওয়ায় এই ব্রিজ চালু করা হয়নি। তার পাশে বাঁশ দিয়ে একটা অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে। এর ওপর নির্ভর করে ওই এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের ১৪০টির বেশি গ্রামের মানুষ।

এই এলাকার বাগুয়ান গ্রামের মামনি অধিকারী র বিয়ে হয় দাসপুর থানার কুলদা গ্রামে। গর্ভবতী হওয়ার পর তিনি তার বাবার বাড়ি আসেন। রবিবার তিনি মেদিনীপুরের একটি নার্সিং হোমে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। এদিন সকালে তিনি তার ভাই রাজু অধিকারীর সঙ্গে একটি গাড়িতে বাবার বাড়ি ফিরছিলেন। ওই ব্রিজ পের হবার সময় ব্রিজ ভেঙে যায়। নদীতে পড়ে যায় গাড়ি। এই গাড়ির ভেতরে ছিলেন মামনী। এলাকার লোকজন দেখতে পেয়ে কোনো মতে তাকে উদ্ধার করে অন্য একটি গাড়ির ব্যবস্থা করে। তাতে করে বাবার বাড়ি ফেরেন তিনি।

রাজু বলেছেন যে তিনি তার এক ভাইঝি কে নিয়ে গাড়ি থেকে নেমে যান। ব্রিজ পার হবার সময় তা ভেঙে যায়। তার মধ্যে ছিল তার বোন। এলাকার মানুষ তাকে উদ্ধার করে।

এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলেন যে নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এলাকার সাংসদ দীপক অধিকারী সহ সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই ব্রিজ সম্পূর্ণ করে চালু করা হবে, কিন্তু এর পর অনেক নির্বাচন পার হয়ে গেছে কিন্তু ব্রিজ সম্পূর্ণ হয়নি।

এই এলাকা অনেক টা দ্বীপের মত। এলাকার মানুষ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে ' দ্বীপান্তর মুক্তি মঞ্চ' নামে একটি সংগঠন করেছেন। তার সম্পাদক গৌতম মাজি বলেছেন যে প্রায় দিনই ওই বাঁশের সেতুতে দুর্ঘটনা ঘটে। এলাকার লোকজন জীবনের ঝুকি নিয়ে এই ব্রিজ পারাপার করে। এরই ওপর দিয়ে যাতায়াত করে বাস ও অন্যান্য যানবাহন। এদিন যে ঘটনা ঘটেছে তার পর তারা চাইছেন সরকার এবার আর শুকনো প্রতিশ্রুতি না দিয়ে ব্রিজের কাজ সম্পন্ন করুক।

[আরও পড়ুন:মালদহে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য][আরও পড়ুন:মালদহে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য]

ডেবরা পঞ্চায়েত‌ সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য্য বলেছেন যে এই দিন অস্থায়ী সেতুর বাঁশ সরে যাওয়ার কারণে এই বিপত্তি ঘটে। ওই মহিলা ও তার কন্যা সন্তান সুস্থ আছে। ওই অ্যাপ্রোচ রোড যাতে দ্রুত সম্পন্ন করা হয় তার কাজ শুরু হয়েছে।

 [আরও পড়ুন: প্রতারণা মামলায় শাহরুখ খানের হলফনামা তলব হাইকোর্টের] [আরও পড়ুন: প্রতারণা মামলায় শাহরুখ খানের হলফনামা তলব হাইকোর্টের]

English summary
Woman drops in River with child in Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X