For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতিরিক্ত মদ্যপানে বেসামাল হয়ে জলে ডুবে মৃত্যু শুভঞ্জিতার : ময়নাতদন্তেপ প্রাথমিক রিপোর্ট

Google Oneindia Bengali News

অতিরিক্ত মদ্যপানে বেসামাল হয়ে জলে ডুবে মৃত্যু শুভঞ্জিতার : ময়নাতদন্তেপ প্রাথমিক রিপোর্ট
কলকাতা, ৪ অগস্ট : খুন বা ষড়যন্ত্রের শিকার নন, অতিরিক্ত মদ্যপানের কারণে, জলে ডুবেই মৃত্যু হয়েছে শুভঞ্জিতা বসাকের। এসএসকেএন হাসপাতালে ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে একথাই জানিয়েছেন চিকিৎকরা। চিকিৎসকরা জানিয়েছেন, শুভঞ্জিতার পাকস্থালীতে যথেষ্ট পরিমাণ অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গিয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপান করে সুইমিং পুলে নিজেই নামেন বা বেসামাল হয়ে পড়ে গিয়ে থাকতে পারেন শুভঞ্জিতা। তারপর জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর।

এদিকে শুভঞ্জিতার বন্ধু প্রিয়াঙ্কা, রোহিত এবং অভিষেককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর তাণদের জবানবন্দী রেকর্ড করার পরই ছেড়ে দেওয়া হয় তাদের। তাঁদের বক্তব্যে আপাতত কোনও অসঙ্গিত পাওয়া যানি বলেই জানিয়েছে পুলিশ।

ফ্রেন্ডশিপ পার্টিতে গিয়ে যুবতীর রহস্যমৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যা উঠছে প্রশ্ন

কলকাতা, ৪ অগস্ট : ফ্রেন্ডশিপ ডে-তে পার্টি করতে গিয়ে যুবতীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাধল। রবিবার হাওড়ার জগাছায় একটি নামজাদা রিসর্টে পার্টি চলাকালীন সুইমিং পুলে ডুবন্ত অবস্থায় দেখা যায় ওই যুবতীকে। রিসর্টের কর্মীরা ডুবন্ত যুবতীকে সুইমিং পুল থেকে যুবতীকে উদ্ধার করে আনলেন প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। পার্টিতে কী ঘটেছিল, কীভাবেই বা সুইমিং পুলে পৌছলেন যুবতী তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। যুবতীর মৃত্যুর পিছনে কী কোনও ষড়যন্ত্র রয়েছে, নাকি নিছকই দুর্ঘটনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

কে এই যুবতী
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতা যুবতীর নাম শুভঞ্জিতা বসাক। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ছাত্রী শুভঞ্জিতা। ২০১১ সালে শুভঞ্জিতার বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে থাকতেন না শুভঞ্জিতা। পড়াশোনার কারণে শ্রীরামপুরে একটি বাড়িতে পেইং গেস্ট হিসাবে থাকতেন তিনি। শুভঞ্জিতার সঙ্গে থাকতেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য নামের আর এক তরুণী। আত্মীয়রা খুব একটা পছন্দ করেন না শুভঞ্জিতাকে। শুভঞ্জিতা অসংলগ্ন জীবনযাপন করতেন বলে অভিযোগ তাঁর আত্মীয়দের।

কী ঘটেছিল রবিবার
রবিবার জগাছার লেকটাউন কান্ট্রি ক্লাবে ফ্রেন্ডশিপ ডে পার্টির জন্য গিয়েছিলেন শুভঞ্জিতা। শুভঞ্জিতার সঙ্গে ছিলেন তাঁর রুমমেট প্রিয়াঙ্কা। পার্টি চলাকালীন রিসর্টের কর্মীরা শুভঞ্জিন্তাকে সুইমিং পুলে ডুবন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে আন্দুল রোডের একটি হাসপাতালে ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র
শুভঞ্জিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শুভঞ্জিতার বন্ধুদের দাবি, অতিরিক্ত মদ্যপানের পর সুইমিং পুলে পড়ে যান শুভঞ্জিতা৷ যদিও শুভঞ্জিতার স্বামীর প্রশ্ন এত জমজমাট পার্টিতে একজন আচমকা সুইমিং পুলে পড়ে গিয়েছেন, সেটা কারোর চোখে পড়ল না? এদিকে রিসর্টের কর্মীদের জিজ্ঞাসা করে জানা গিয়েছে, পার্টিতে কম বেশি মদ্যপান করেছিল প্রত্যেকেই। শুধু মদই নয়, নেওয়া হয়েছিল মাদকও। কিন্তু শুভঞ্জিতা মদ্যপান বা মাদক সেবন করেছিলেন কিনা তা জানা যায়নি এখনও।

কী বলেছেন শুভঞ্জিতার বন্ধুরা
ওই পার্টিতে প্রিয়াঙ্কার সঙ্গে গিয়েছিলেন শুভঞ্জিতা। কিন্তু শুধু প্রিয়াঙ্কা নয়, পার্টিতে শুভঞ্জিতার পরিচিত রাহুল ত্রিপাঠী ও অভিষেক সিংহ নামের দুই বন্ধু ছিলেন। যদিও অভিষেক সিংহের কথায়, তিনি প্রিয়াঙ্কার বন্ধু হলেও চিনতেন না শুভঞ্জিতাকে। প্রিয়াঙ্কা, শুভঞ্জিতা ও রোহিত একইসঙ্গে পৌনে চারটে নাগাদ ক্লাবে ঢুকেছিল। সাড়ে সাতটা আটটা নাগাদ অ্যাম্বুলেন্সে তোলা হয় শুভঞ্জিতাকে। ওই পার্টিতে সাড়ে তিনশো থেকে চারশো আমন্ত্রিত ছিল। এদিকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, যখন শুভঞ্জিতা সুইমিং পুলে পড়ে যান তখন সেখানে ছিলেন না তিনি। বাকি সবাই জানতে পারার সময়ই তিনিও জেনেছেন।

English summary
Woman died during a friendship day party at Jagachha,question raided whether it is accident or murder.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X