For Quick Alerts
For Daily Alerts
পঞ্চসায়রে রাতের অন্ধকারে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ
শহরে আবারও এক মহিলাকে গণধর্ষণ। পঞ্চসায়রে এক মহিলাকে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে একাধিক বার গণধর্ষণের অভিযোগ উঠেছে। পঞ্চসায়রে একটি হোমে এক মহিলা থাকতেন। রাতে ঘুম না আসায় রাস্তায় হাঁটছিলেন নিজের হোমের সামনে। তাঁর অভিযোগ, একটা সাদা গাড়ি করে দুজন এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। একটি ফাঁকা মাঠে ধর্ষণ করে। তারপর ফের গাড়িতে তুলে একাধিক বার ধর্ষণ করে রাস্তায় তাঁকে ফেলে দেওয়া হয়।

মহিলার বাড়ির লোকজন ওই মহিলাকে খুঁজে না পাওয়ায় পঞ্চসায়র থানায় অভিযোগ করে। গতকাল সন্ধ্যায় ওই মহিলা রক্তাক্ত অবস্থায় গড়িয়ায় নিজের মাসির বাড়িতে ফিরে আসেন। এরপর পরিবারের লোকজন আবারও পঞ্চসায়র থানায় ধর্ষণের অভিযোগ জানায়।
ইতিমধ্যেই আক্রান্ত ওই মহিলা ফিরোজ নামে এক অভিযুক্তর নাম জানিয়েছেন পুলিশকে। মহিলার অভিযোগ শুনে ওই এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।