For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাক্ষ্য দিতে এসে হদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আলিপুর আদালতে

সাক্ষ্য দিতে এসে হদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আলিপুর আদালতে

  • |
Google Oneindia Bengali News

আলিপুর জজ কোর্টের 'সেভেন্থ জজ' সুস্মিতা গায়েন-এর এজলাসে একিটি মামলা চলাকালীন এক ব্যক্তির সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে এসে আচমকাই তাঁর হার্ট অ্যাটাক করে। ঘটনাস্থলে ব্যক্তির মৃত্যু হয়।

জানা যায় একে বন্দ্যোপাধ্যায় একটি মামলার সাক্ষ্য দিতে আসে। কোর্টে যখন ওনার নাম ডাকা হয় সাক্ষীর জন্য, তিনি জজকে জানান তিনি অসুস্থতা বোধ করচ্ছেন, কথা বলতে পারছেন না।

জানা যায় একে বন্দ্যোপাধ্যায় একটি মামলার সাক্ষ্য দিতে আসে। কোর্টে যখন ওনার নাম ডাকা হয় সাক্ষীর জন্য, তিনি জজকে জানান তিনি অসুস্থতা বোধ করচ্ছেন, কথা বলতে পারছেন না।

জজ সাহেব বলেন 'এভাবে অসুস্থ অবস্থায় কেন কোর্টে আসেন? সাক্ষ্য না দিলে হবে কী করে? সাক্ষ্য তো আপনাকে দিতে হবে। না হলে আমি কীভাবে মামলা এগিয়ে নিয়ে যাব।'

জানা যায় একে বন্দ্যোপাধ্যায় একটি মামলার সাক্ষ্য দিতে আসে। কোর্টে যখন ওনার নাম ডাকা হয় সাক্ষীর জন্য, তিনি জজকে জানান তিনি অসুস্থতা বোধ করচ্ছেন, কথা বলতে পারছেন না।

জানা গিয়েছে, তারপর সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীকে অন্য লোকেরা ধরাধরি করে কাঠগড়ায় তুলে দেয়। এরপরই তাঁর অসুস্থতা আরও বেড়ে যায়। তারপর অচৈতন্য হয়ে পড়ে যান। কয়েকজন তাঁকে বাইরে নিয়ে আসার সময়ই আরও অসুস্থ হয়ে যান ও ঘটনাস্থলে সাক্ষী মারা যান।

English summary
Witness dies in Alipore Judges Court in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X