For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালদহে ফের শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ, ৩৬ ঘন্টায় মৃত্যু হল ৯ শিশুর

Google Oneindia Bengali News

মালদহে ফের শিশুমৃত্যুর ঘটনা, ৩৬ ঘন্টায় মৃত্যু হল ৯ শিশুর
কলকাতা, ৭ জুন : শিশুমৃত্যুর ঘটনার জেরে আরও একবার খবরে উঠে এল পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। গত ৩৬ ঘন্টায় মৃত্যু হল ৯ শিশুর। তবে এবারের ঘটনাটি অন্যবারের থেকে অনেকটাই আলাদা বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

২৪ ঘন্টায় প্রকাশিত এক খবর অনুযায়ী, ভাইরাস ঘটিত 'লিচি সিনড্রোম'-এ আক্রান্ত হয়েই মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ৯ শিশুর। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত প্রতিটি শিশুরই বয়স এক থেকে তিন বছরের মধ্যে।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের গাফিলতির কারণেই এই শিশুমৃত্যু বলে অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা। এমকী শিশু চিকিৎসায় ব্যবহৃত অধিকাংশ যন্ত্রপাতিই হাসপাতালে নেই, আর থাকলেও তা বিকল অবস্থায় পড়ে রয়েছে। সেই কারণেই চিকৎসা হচ্ছে না। ফলে সময় মতো অসুস্থ শিশুদের হাসপাতালে আনা হলেও মৃত্যু হচ্ছে তাদের।

চিকিৎসকরা জানিয়েছেন বিশেষ ধরণের ভাইরাস ঘটিত রোগের জেরেই মৃত্যু হয়েছে শিশুদের

এই অভিযোগ অস্বীকার করে কলেজের ভাইস প্রিন্সিপাল এম রশিদ জানিয়েছেন, যেখানে লিচু উৎপাদনের আধিক্য বেশি সেখানেই এই রোগের প্রকোপ দেখা যায়। এই ভাইরাস সরাসরি মস্তিষ্কে আক্রমণ করে বলে চিকিৎসার সময় কম পাওয়ায় যায়। এই রোগের উপসর্গ হল জ্বর ও খিচুনির। যে সময় শিশুদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন প্রত্যেকের শরীরেই উচ্চ তাপমাত্রা ছিল। কয়েকজনের খিচুনিও লক্ষ্য করা গিয়েছিল।

এর আগে এমন রোগের উল্লেখ রাজ্যে পাওয়া যায়নি। ফলে এই ধরণের ভাইরাস ও শিশুমৃত্যুর জেরে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। বিষয়টি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। যদিও এবিষয়ে মুখে খোলেননি কোনও স্বাস্থ্য আধিকারিকই। আজ বিষয়টি খতিয়ে দেখতে কালিয়াচকে গিয়েছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রতিনিধি দল।

English summary
Within 36 hours,9 infants dead in Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X