For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কাটলেই কি শীত! উত্তরে বাতাসের প্রবেশ-পথে তাকিয়ে বাংলা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কাটলেই কি শীত! উত্তরে বাতাসের প্রবেশ-পথে তাকিয়ে বাংলা

Google Oneindia Bengali News

শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরঝির করে বৃষ্টি চলছে। রবিবারও তার অন্যথা হল না। ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পরও বাংলায় দুর্যোগের ঘনঘটা অব্যাহত। শীত শীত আমেজ রয়েছে ঝিরঝির বৃষ্টির ফলে। তবে এটাকে শীত বলতে নারাজ আবহবিদরা।

শীত শীত ভাব তবু শীত নয়!

শীত শীত ভাব তবু শীত নয়!

তাহলে এই শীত শীত ভাবটা কী? সেই আভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অধিকর্তারা বলছেন, মেঘলা হাওয়ায় দিনের তাপমাত্রা কমেছে। তা বলে এটা শীত নয়। ঘূর্ণিঝড় জাওয়ায় নিম্নচাপে পরিণত হয়ে উত্তরে হাওয়ার পথে বাধার সৃষ্টি করেছে। তাই বিলম্বিত হচ্ছে শীত। দীনের তপামতারা কমলেও রাতের তাপমাত্রা সেভাবে কমছে না।

তাহলে বাংলায় কবে পড়বে শীত

তাহলে বাংলায় কবে পড়বে শীত

কবে পড়বে শীত? আমবাঙালি অধীর উৎসুক হয়ে আছে যে শীতের জন্য, তা নিয়ে কী বার্তা দিচ্ছেন আবহবিদরা? জাওয়াদের প্রভাব কাটলেই কী শীত উপস্থিত হবে। না এমন আশ্বাসও দিচ্ছেন না আবহবিদরা। তাঁরা জানাচ্ছেন, এই মেঘ কেটে রোদের পরশ পেলে উত্তরে বাতাসের পথ পরিষ্কার হবে। তখন ঢুকতে শুরু করবে শীতের হাওয়া। শীত পড়ার অনুকূল পরিবেশ তৈরি হবে তখন।

শীতের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই

শীতের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই

আবহবিদরা শীতের বিলম্বের জন্য দায়ী করছেন বঙ্গোপসাগরে উদ্ভুত ঘূর্ণিঝড় বা নিম্নচাপকে। এর ফলে প্রকৃতির স্বাভাবিক ছন্দটাই নষ্ট হয়ে গিয়েছে। ফলে প্রকৃতির পুরনো ছন্দ ফিরে পেতে নিম্নচাপ কেটে যাওয়ার পরও কিছুদিন সময় লাগবে। ততদিন শীতের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

তুষারপাত হলে জাঁকিয়ে ঠান্ডা বাংলায়

তুষারপাত হলে জাঁকিয়ে ঠান্ডা বাংলায়

আবহবিদরা ব্যাখ্যা করেন, বাংলায় শীতের চাবি উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের উপর নির্ভর করে। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে তুষারপাত হলে জাঁকিয়ে ঠান্ডা পড়ে। কারণ উত্তর ও উত্তর-পশ্চিম ভারত থেকে শীতল হাওয়া বাংলার দিকে ধেয়ে আসে। তাতেই শীত লম্বা ইনিংস খেলতে পারে।

তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হবে না এখনই

তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হবে না এখনই

এই পরিপ্রেক্ষিতে মৌসম ভবন অবশ্য জানিয়েছে, দিন দুই-তিনেকের মধ্যে উত্তর ভারতের তাপমাত্রা পতন হবে। তবে সপ্তাহখানেকের ভিতরে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হবে না। আরও কটা দিন পর থেকেই তাপমাত্রার পরিবর্তন লক্ষ্যণীয় হবে দেশের অন্যান্য অংশে। এ সপ্তাহের শেষে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি নামতে পারে।

নিম্নচাপের প্রভাব কাটলে একটু শীত

নিম্নচাপের প্রভাব কাটলে একটু শীত

ফলে শীত পড়তে ডিসেম্বরের অর্ধেক হয়ে যাবে বলে আবহবিদরা মনে করছেন। ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের প্রকোপের ফলেই আবহাওয়া এলোমেলো হয়ে গিয়েছে। ফলে অসমাঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি হতে চলেছে এবার। ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাব কাটলে একটু শীত শীত ভাব আসবে, কিন্তু তা ঠিক শীত বলে গণ্য করা যাবে না

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Winter is wait for Bengal due to Cyclone Jawad and deep depression obstruct the way of North wind
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X