For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেকর্ড শীত শহর কলকাতায়, টানা ১০দিন ধরে নামতে নামতে শেষ ৬ বছরে শীতলতম

শীতের রেকর্ড শহর কলকাতায়। নিছক শীতলতম দিনই নয়, শেয ছ-বছরে মরশুমে তৃতীয়বারের জন্য ১২-র নিচে নামল শহরের সর্বনিম্ন তাপমাত্রা।

  • |
Google Oneindia Bengali News

শীতের রেকর্ড শহর কলকাতায়। নিছক শীতলতম দিনই নয়, শেয ছ-বছরে মরশুমে তৃতীয়বারের জন্য ১২-র নিচে নামল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২। যা স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্র কম। ২০১৪ সালে তাপমাত্রা ছিল ১১.৪। তা ছাড়িয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১১.২।

টানা ১০ দিন নামছে পারদ

টানা ১০ দিন নামছে পারদ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আরও অন্তত তিন-চারদিন শীত এমনই মারকাটারি ব্যাটিং চালাবে। ২-৩ জানুয়ারি নাগাদ তাপমাত্রা আবার ঊর্ধ্বগামী হতে পারে। টানা ১০ দিন ধরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে থেকেছে। বর্ষশেষে তা আরও নীচে নামার একটা সম্ভাবনাও রয়েছে।

বর্ষবরণে শীতের কামড়

বর্ষবরণে শীতের কামড়

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বছর শেষের শেষদিন ও নতুন বছরের প্রথম দিন কনকনে ঠান্ডা থাকবে। মোট কথা বর্ষবরণ হবে ঠান্ডার মেজাজে। এই প্রবণতা গত ৩০ বছরের গড় তাপমাত্রার কম। আশঙ্কা, বর্ষশেষে পারদ আরও নামতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছে আলিপুরের আবহবিদরা।

তুষারপাত কালিম্পংয়ে

তুষারপাত কালিম্পংয়ে

এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আরও ০.৫ ডিগ্রি নিচে নেমেছে। অর্থাৎ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১.০ ডিগ্রি। সান্দাকফুতে তুষারপাত চলছিলই, এদিন কালিম্পংয়ের রিশপেও তুষারপাত হয়েছে। সাত বছর পর তুষারপাত হল রিশপে। বিকেল তিনটে থেকে তুষারপাত শুরু হতেই পর্যটকরা উল্লসিত হয়ে ওঠেন।

শিলাবৃষ্টি দার্জিলিংয়ে

শিলাবৃষ্টি দার্জিলিংয়ে

শুধু তুষারপাতই নয়, একইসঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে এদিন। দার্জিলিংয়ে এদিন শিলাবৃষ্টি হয়। দার্জিলিংয়ের সোনাদায় শিলাবৃষ্টিও পর্যটকদের কাছে বাড়তি পাওনা। ঘুম ও জোড়াবাংলোতেও তুষারপাত হয়েছে। জোড়া ফলায় দার্জিলিং তথা উত্তরবঙ্গের পারদ আরও নিম্নমুখী হয়ে পড়েছে। এক ধাক্কায় ০.৫ ডিগ্রি নেমেছে দার্জিলিংয়ের পারদ।

একনজরে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা

একনজরে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা

দার্জিলিংয়ে শিলাবৃষ্টি ও কালিম্পংয়ে তুষারপাতের জেরে এক ধাক্কায় অনেকরটাই নেমে গিয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা। কোন শহরের তাপমাত্রা কত, এক নজরে।

একনজরে পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা

একনজরে পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা

দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও চলছে ঠান্ডার কামড়। অনেকটাই নেমেছে পারদ। প্রতিদিনই পাল্লা দিয়ে ঠান্ডা পড়ছে। দেখে নিন, কোন শহরে কত সর্বনিম্ন তাপমাত্রা।

একনজরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা

একনজরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা

কলকাতায় রেকর্ড শীত। গত ৬ বছরের নিরিখে তৃতীয়বার পারদ নেমেছে ১২-র নীচে। সেইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রাও নিম্নমুখী। একনজরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা।

English summary
Winter builds record on way of coldest day of Kolkata. The snowfall begins in Kalimpong’s Rishop after Sandakafu,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X