For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটের সম্ভাবনা ক্ষীণ একুশের নির্বাচনে, কী হতে পরে বাম-কংগ্রেস-আব্বাসের ভবিষ্যৎ

মহাজোটের সম্ভাবনা ক্ষীণ একুশের নির্বাচনে, কী হতে পরে বাম-কংগ্রেস-আব্বাসের ভবিষ্যৎ

  • |
Google Oneindia Bengali News

বাংলায় মহাজোটের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠছে। আব্বাসের একা লড়াইয়ের হুঁশিয়ারির পর বাম-কংগ্রেসও কড়া অবস্থায় নিতে পারে। কেননা আব্বাস সিদ্দিকি নিজের দল গড়েই এমন দাবি করছেন, যা বাম-কংগ্রেসের পক্ষে মানা অসম্ভব। শেষে এমন দিকে যাচ্ছে মহাজোটের ভবিষ্যৎ যে, পুরো বিষয়টিই না ঘেঁটে যায়।

আব্বাসের দাবি মানতে নারাজ বাম-কংগ্রেস

আব্বাসের দাবি মানতে নারাজ বাম-কংগ্রেস

বাম-কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে এখনও তরজা অব্যাহত রেখেছেন আব্বাস সিদ্দিকি। আসনরফা এখনও সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় পিরজাদা আব্বাস সিদ্দিকি বাম-কংগ্রেসের উদ্দেশ্যে জানিয়েছেন, তাঁর দলকে ৭০-৭২টি আসন দিতে হবে। আর বাম-কংগ্রেস তা মানতে নারাজ। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে শেষে না জলে যায় মহাজোটের যাবতীয় পরিকল্পনা।

মিম আর আব্বাসের জোট কি ভোটকাটুয়া

মিম আর আব্বাসের জোট কি ভোটকাটুয়া

বিহারে মিম ভোটকাটুয়া তকমা পেয়েছিলেন বিজেপির জয়ে। এবার মিম আর আব্বাসের জোটও তেমনই তকমা পেতে পারেন বাংলায়। কেননা তাঁরা যদি এককভাবে লড়ে, তাঁদের জয়ের কোনও সম্ভাবনা সে অর্থে থাকবে না। উল্টে তাঁরা ভোট কেটে বিজেপির সুবিধাই করে দেবেন। আর জোট হলে তবু বাম-কংগ্রেসের সঙ্গে মিলে জয়ের কড়িও তারা জোগাড় করে নিতে পারেন।

আব্বাসের অবাস্তব দাবি কি মানবে বাম-কংগ্রেস

আব্বাসের অবাস্তব দাবি কি মানবে বাম-কংগ্রেস

বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে আব্বাস সিদ্দিকির নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলার নির্বাচনে নামার পরিল্পনা করেছিল। কিন্তু এখন তা থমকে গিয়েছে আব্বাসের অবাস্তব দাবিতে। তবে চেষ্টার কসুর করছে না সব পক্ষই। আসন রফার জট কাটিয়ে বাম-কংগ্রেস-আব্বাসের জোট পথ চলতে সক্ষম হবে কি না, এখন সেটাই দেখার।

মহাজোটের পথ চলা কি শুরু হবে বাংলায়

মহাজোটের পথ চলা কি শুরু হবে বাংলায়

ইতিমধ্যে ১৯৩টি আসনের রফা করে ফেলেছে বাম ও কংগ্রেস। বাকি ৯১টি আসনে রফাসূত্র খোঁজা বাকি। আব্বাস সিদ্দিকির জোট-প্রস্তাবে রফাসূত্র খোঁজার প্রয়াস থমকে যায়। আব্বাস সিদ্দিকি জোট গড়তে উৎসাহী হলেও যে আসন দাবি করেছেন, তা ছেড়ে দেওয়া বাম-কংগ্রেসে পক্ষে সম্ভব হচ্ছে না। এখন কোনও মধ্যস্থতায় আসা সম্ভব হলেই মহাজোটের পথ চলা শুরু হবে বাংলায়।

মহাজোট হোক না হোক, বাম-কংগ্রেস জোট হবে

মহাজোট হোক না হোক, বাম-কংগ্রেস জোট হবে

একদিকে একা লড়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আব্বাস সিদ্দিকি। অন্য দিকে আব্বাস সিদ্দিকি রাজি না হলে বাম-কংগ্রেস বাকি আসনে কে কোথায় লড়বে, কতগুলি আসনে লড়বে, তার প্রাথমিক একটা অঙ্ক কষে রেখে দিয়েছেন অধীর-বিমানরা। মহাজোট হোক না হোক, বাম-কংগ্রেস জোট যে হবে, তা নিশ্চিত করে বলাই যায়।

আব্বাসের দাবি ঘিরে ঘোর জটিলতা

আব্বাসের দাবি ঘিরে ঘোর জটিলতা

কংগ্রেস ও বামেরা আব্বাসকে ২৫ থেকে ৩০টি আসন ছাড়তে চায়। আবার বামেরা আলাদা করে একটা সূত্র দিয়েছে, কংগ্রেস ১৫টি ছাড়লে আমরা ৩০টি ছাড়তে রাজি। তাহলে ৪৫টি আসনে লড়তে পারবে আব্বাস সিদ্দিকির দল। উল্লেখ্য, আব্বাস সিদ্দিকিরা প্রথম ৪৪-৪৫টি আসন দাবি করেছিল বলেই খবরে প্রকাশ হয়েছিল। কিন্তু এখন তাঁরা ৭০-৭২টি আসনের দাবিতে অনড়।

লাদাখে পিছু হটার ক্ষততে নুনের ছিঁটে, ডিজিটাল যুদ্ধেও ভারতের কাছে হেরে গেল চিনলাদাখে পিছু হটার ক্ষততে নুনের ছিঁটে, ডিজিটাল যুদ্ধেও ভারতের কাছে হেরে গেল চিন

English summary
Will Left Front-Congress and Abbas Siddiqui build grant alliance before Bengal Assembly election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X